বাংলা৭১নিউজ, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কতৃক রুরাল এমপ্লয়মেন্ট এন্ড রোড মেন্টেনেন্স প্রোগ্রাম (আরই আরএমপি-২) ২য় পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় নারী কর্মীদের সঞ্চয়ের জমাকৃত টাকার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ চেক বিতরণ করা হয়। উপজেলা প্রকৌশলী মো. জহুরুল ইসলাম এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক এম.নাজিম উদ্দিন, কমিউনিটি অর্গানাইজার মো. খলিলুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলার ১৪ টি ইউনিয়নের ১৪০ জন নারী কর্মীদের মাঝে প্রায় ৫০ লক্ষ টাকার চেক বিতরণ করেন।
বাংলা৭১নিউজ/জেএস