বাংলা৭১নিউজ,ডেস্ক: বহুদিনের অবহেলায় ত্বকের উজ্জ্বলতা হারিয়ে কালচে দাগ পেড়েছে, কাজের ক্লান্তি চোখে মুখে, ব্রণ তো রয়েছেই। এই যখন ত্বকের অবস্থা, মন খারাপ থাকাই স্বাভাবিক।
মন খারাপ করে বসে না থেকে ঘরের সেই চিরচেনা উপাদানেই করে নিন নিয়মিত পরিচর্যা, আর ফিরে পান দ্বিগুন উজ্জ্বল-ঝলমলে ত্বক।
• কাঁচা দুধে তুলা ভিজিয়ে মুখ, গলা, ঘাড় পরিষ্কার করে নিতে পারেন
• মুসুর ডাল বাটা ও কমলালেবুর খোসা দিয়েও স্ক্রাব করতে পারেন
• সুজি, চিনি, শসার রস ভালো করে মিশিয়ে মুখে হালকাভাবে ঘষে নিয়ে ধুয়ে নিন
• ডিমের কুসুমের সঙ্গে মধু, টকদই, আমন্ড অয়েল মিশিয়ে মুখে লাগান
ভালো ফল পেতে এভাবে সপ্তাহে দু’দিন ব্যবহার করুন। সপ্তাহ ঘুরতেই ত্বকের পরিবর্তন আপনার চোখে পড়তে শুরু করবে।
বাংলা৭১নিউজ/এইচএম