রবিবার, ০৫ মে ২০২৪, ০৩:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
টানা ৮ দফা কমার পর ফের বাড়লো সোনার দাম উপজেলা পরিষদ নির্বাচন সরকারের পাতানো ফাঁদ: আব্বাস আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিটের উৎপাদন বন্ধ এবি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা রূপালী ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত রোববার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে সমাবেশের ডাক ছাত্রলীগের ৮ মের উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে যে নির্দেশনা দিল ইসি ফের বাংলাদেশে আশ্রয় নিলো মিয়ানমারের ৪০ বিজিপি সদস্য ট্রেন সার্ভিসের মাধ্যমে রাজধানীর চাপ কমে আসবে: চিফ হুইপ মৌলভীবাজারে পুলিশের বাধায় ছাত্রদলের মিছিল পণ্ড প্রেমের ফাঁদে ফেলে ৩০ লাখ টাকা চাঁদা আদায়, গ্রেফতার ৭ পদ্মা-মেঘনায় মিলছে না ইলিশ, হতাশ জেলেরা ‘উপজেলা নির্বাচনে প্রভাব খাটালে ব্যবস্থা নেওয়া হবে’ উত্তরায় লেক থেকে দুই স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার রাশিয়ার সাথে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো : মস্কো খিলগাঁওয়ে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ১৪ দিন পর ডেঙ্গুতে শিশুসহ ৩ জনের মৃত্যু হাসপাতালের ভবনের ফাঁক দিয়ে পড়ে রোগীর মৃত্যু রোববার থেকে আপিল বিভাগের দুটি বেঞ্চে চলবে বিচারকাজ

বট গাছের কান্না !

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৩২৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, মমিনুল ইসলাম মুন, তানোর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর তানোরে বহু স্মৃতি বিজরিত, কালের সাক্ষী ও প্রায় ৩০০ বছরে পুরাতন এই অঞ্চলের সর্ববৃহত বট গাছের ডালপালা কাটার অভিযোগ উঠেছে।

 

জানা গেছে, চলতি বছরের (৩ ফেব্ররুয়ারী) শনিবার তানোর পৌর সদরের শীবতলা (হিন্দুপাড়া) গ্রামের মন্দিরের নেতারা মন্দীর উন্নয়নের নামে এই বট গাছের ডালপালা কেটে বিক্রি করেছেন।

 

এদিকে ঐতিহ্যবাহী ও স্মৃতি বিজরিত ওই বট গাছ কাটার খবর ছড়িয়ে পড়লে খোদ মন্দীর কমিটির সদস্য ও সনাতন ধর্মালম্বীদের মধ্যেই চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে উঠেছে সমালোচনার ঝড়। তাদের দাবি মন্দিরের উন্নয়নে এমন কালের স্বাক্ষী বট গাছ না কেটেও বিকল্প পন্থায় করা যেতো।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, তানোর পৌর সদরের শিবতলা (হিন্দুপাড়া) গ্রামে অবস্থিত ওই বটগাছ ঘিরে শিবতলা মন্দির গড়ে উঠেছে। বরেন্দ্র অঞ্চলের সব চাইতে পুরাতন প্রায় ৩০০ বছর বয়সী ওই বটগাছ দেখতে বহু দুর-দূরান্ত থেকে অনেকেই ছুটে আসে। কালের সাক্ষী স্মৃতি বিজরিত ওই বটগাছ ঘিরে অনেক রুপ কথার প্রচলন রয়েছে।

 

বৃটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান স্বাধীনতা যুদ্ধ বহু ইতিহাসের স্বাক্ষী হয়ে রয়েছে ওই বটগাছ। এছাড়াও পাখিদের নিরাপদ আশ্রয় স্থল ছিল এই বটগাছ এখানো শত শত বাদুড়সহ বিভিন্ন পাখির আবাসস্থল হিসেবেই এই বটগাছ পরিচিত।

 

স্থানীয় অধিবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল ইতিহাস ও কালের স্বাক্ষী হিসেবে বটগাছটি সংরক্ষণ করা। কিšত্ত মন্দীর কমিটির নেতারা মন্দীরের উন্নয়নের নামে এমন কালের স্বাক্ষী বটগাছের ডালপালা কেটে বিক্রি করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান,সনাতন ধর্মালম্বী বয়োজৈষ্ঠদের কাছে দেবতা সমতুল্য এই বট গাছের ডালাপালা কাটার সময় বয়োজৈষ্ঠ অনেক নারী-পুরুষকে কাঁদতে দেখা গেছে। আবার অনেকে বাধা দিয়েও শেষ রক্ষা করতে পারেনি।

 

এবিষয়ে জানতে চাইলে শিবতলা মন্দীর কমিটির সভাপতি সাগর চন্দ্র অধিকারী বলেন, মন্দিরের উন্নয়নের জন্য গ্রামবাসির অনুমতি নিয়ে বট গাছের ডালপালা কেটে বিক্রি করা হয়েছে, এখানে অনুপতির প্রশ্ন আসছে কেনো। তানোর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, প্রায় তিনশত বছরের কালের স্বাক্ষী এমন গাছ কোনো সুস্থ মস্তিস্কের মানুষ কাটতে পারে সেটা ভাবতেই অবাক লাগছে।

 

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ শওকাত আলীর ব্যক্তিগত মোবাইলে ফোন দেয়া হলেও তিনি রিসিভ না করায় তারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এব্যাপারে রাজশাহী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক বলেন, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ব্যতিত এমন গাছ কাটা অনৈতিক।

 

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com