শনিবার, ০৪ মে ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দ্বাদশ সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী-মন্ত্রীদের জন্য ৯৪০ প্রশ্ন ভরিতে আরও ১৮৭৮ টাকা কমলো সোনার দাম সব প্রার্থী আমাদের কাছে সমান: ইসি আলমগীর টোল আদায়ে দুর্নীতি, দুদকের হস্তক্ষেপে ইজারা বাতিল রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে : কাদের এপ্রিলে নির্যাতনের শিকার ১৯৩ নারী-শিশুকন্যা ৯ মে পর্যন্ত চলবে সংসদের দ্বিতীয় অধিবেশন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ মৃত ব্যক্তিদের জাল সনদ: মিল্টন সমাদ্দারের ৩ দিনের রিমান্ড গণমাধ্যম শুধু মুক্ত নয়, উন্মুক্ত : তথ্য প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাস থেকে ৭টি স্বর্ণের বারসহ চোরকারবারি আটক আমন মৌসুম থেকেই চাল ছাঁটাই ও পলিশ বন্ধ করা হবে : খাদ্যমন্ত্রী টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ১০ বাংলাদেশি জেলেকে অপহরণের অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে শনিবার থেকে খোলা স্কুল-কলেজ: শিক্ষা মন্ত্রণালয় ইসলামী ব্যাংকে বৈদেশিক মুদ্রা জমা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা শেয়ার ছাড়বে রূপালী ব্যাংক নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

ফুলবাড়ীতে দ্বিতীয় ধরলা সেতু চলাচলের জন্য উন্মুক্ত

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮
  • ২৬৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, মাহবুব রহমান সুমন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: দীর্ঘ অপেক্ষার পর কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুলাঘাটে নির্মিত রংপুর বিভাগের সর্ববৃহত সড়ক সেতু দ্বিতীয় ধরলা সেতু চলাচলের জন্য খুলে দেয়ায় উপজেলার সর্বত্রই মানুষের মাঝে বিরাজ করছে বাধভাঙ্গা আনন্দ উল্লাস। সেতু খুলে দেয়ার খবর শুনে দুর-দুরান্ত থেকে শত শত নারী-পুরুষ শিশু সেতুর দুই পাড়ে ভীড় জমায়। দর্শনার্থীদের পদচারণায় সেতুর দুই পাড় ও আশপাশের এলাকা মুখরিত হয়ে উঠে।

দেশের মুল ভূখন্ড থেকে ধরলা নদী দ্বারা বিচ্ছিন্ন থাকায় যোগাযোগ,ব্যবসা-বানিজ্য,উচ্চ শিক্ষা গ্রহন, জরুরী উন্নত চিকিৎসা সেবা, আতœকর্মসংস্থান, সবকিছুতেই এতদিন এ উপজেলার মানুষ ছিল অনেকটা পিছিয়ে। শুধুমাত্র যোগাযোগ বিচ্ছিন্নতার কারনে স্বাধীনতা পরবর্তী দীর্ঘ সময়েও দৃশ্যমান তেমন কোন উন্নয়ন হয়নি প্রায় আড়াই লক্ষাধিক জনসংখ্যা অধ্যুষিত এ জনপদে। ফুলবাড়ী ও লালমনিরহাট জেলার সংযোগস্থলে কুলাঘাটে দ্বিতীয় ধরলা সেতুর নির্মান কাজ শুরু হলে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তিলাভের স্বপ্নে প্রহর গুনতে থাকে উপজেলাবাসী। কিন্তু প্রায় দুইমাস আগে সেতু নির্মানের কাজ শেষ হলেও অজানা কারনে  উদ্বোধন বিলম্বিত হওয়ায় ধর্য্যহারা হয়ে যায় উপজেলার মানুষ। অবশেষে উপজেলাবাসীর নদী পারাপারের ভোগান্তি লাঘবে দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে  কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাফর আলী ও কুড়িগ্রাম জেলা প্রসাশক মোছাঃ সুলতানা পারভীন ২৮ এপ্রিল শনিবার বিকাল ৪টায় স্বশরীরে উপস্থিত থেকে চলাচলের জন্য সেতুটি খুলে দেন।

এ সময় কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মন্জু মন্ডল, ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখ,সাধারন সম্পাদক গোলাম রব্বানী সরকার,সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার দেবেন্দ্রনাথ উরাঁও,উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী উপস্থিত ছিলেন।

জানা গেছে,২০১২ সালের ২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা লালমনিরহাটের ফুলবাড়ীর মধ্যবর্তী স্থানে কুলাঘাটে ধরলা নদীর ওপর ৯৫০ মিটার পিসি গার্ডার সেতুর ভিত্তি প্রস্থর স্থাপন করেন। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্ববধানে নির্মিত রাজশাহী ও রংপুর বিভাগের দীর্ঘতম এই সেতুটি নির্মানের জন্য সিমপ্লেক্স এবং নাভানা কনষ্ট্রাকশন গ্রুপের সাথে যৌথভাবে চুক্তি সম্পাদিত হয় ২০১৪ সালে। সেতুটির নদী শাসন, এ্যাপ্রোচ রোড নির্মাণ ও মূল সেতুর জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১৯১ কোটি ৬৩ লাখ ২২৩ টাকা ৫৮ পয়সা।

সেতুটি চালু হওয়ায় কুড়িগ্রামের ফুলবাড়ী, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও লালমনিরহাট জেলার ২০ লাখ মানুষ উপকৃত হবে। বিভাগীয় শহর রংপুরসহ দেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা অনেকটা সহজ হবে। কমে যাবে ৩০ থেকে ৩৫ কিলোমিটার সড়ক পথ। অন্যদিকে ফুলবাড়ী হয়ে বঙ্গসোনাহাট স্থলবন্দর দিয়ে ভারতের সেভেন সিস্টারস নামে খ্যাত উত্তর পূর্বাঞ্চলের ৭ টি রাজ্য আসাম, মেঘালয়, মিজোরাম, মনিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা ও অরুনাচলের সাথে বাংলাদেশ ও ভারতের পন্য পরিবহন ব্যয় বহুলাংশে কমে আসবে। যুগান্তকারী অগ্রগতি ঘটবে বাংলাদেশ ও ভারতের এসব এলাকার।

একই  সাথে বাংলাদেশের লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা হয়ে কলিকাতার যোগাযোগেরও সুযোগ সৃষ্টি হবে। সেতু দেখতে আসা উপজেলার কবিরমামুদ গ্রামের আবুল কাশেম সরকার (৭০) বীর মুক্তিযোদ্ধা নজীর হোসেন,ব্যবসায়ী নুরজামাল মিয়া জানান, জন্মের পর থেকে আমরা রোদ,বৃষ্টি,বন্যা,খরা উপেক্ষা করে জীবনের ঝুকি নিয়ে নদী পারাপার হয়েছি। আজ সেই কষ্টের পরিসমাপ্তি হল।

ফুলবাড়ী উপজেলার ব্যবসায়ী ওয়াহেদ আলী, সুধীর চন্দ্র ভানু জানান,এখন থেকে মালামার আনা নেয়ার কাজে আর কষ্ট করতে হবে না। আজ থেকে আমাদের স্বপ্নের সেতু দিয়ে স্বাধীন ভাবে মালামাল আনা নেয়া করতে পারবো।

দাসিয়ার ছড়া গ্রামের গোলাম মোস্তফা বলেন, এতদিন আমরা অবরুদ্ধ ছিলাম। আজ থেকে স্বাধীনভাবে দেশের যেকোন অঞ্চলে যেতে পারবো। মনে হচ্ছে বুকের উপর থেকে বিরাট একটা পাথর নেমে গেল।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com