শনিবার, ০৪ মে ২০২৪, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
টানা ৮ দফা কমার পর ফের বাড়লো সোনার দাম উপজেলা পরিষদ নির্বাচন সরকারের পাতানো ফাঁদ: আব্বাস আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিটের উৎপাদন বন্ধ এবি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা রূপালী ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত রোববার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে সমাবেশের ডাক ছাত্রলীগের ৮ মের উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে যে নির্দেশনা দিল ইসি ফের বাংলাদেশে আশ্রয় নিলো মিয়ানমারের ৪০ বিজিপি সদস্য ট্রেন সার্ভিসের মাধ্যমে রাজধানীর চাপ কমে আসবে: চিফ হুইপ মৌলভীবাজারে পুলিশের বাধায় ছাত্রদলের মিছিল পণ্ড প্রেমের ফাঁদে ফেলে ৩০ লাখ টাকা চাঁদা আদায়, গ্রেফতার ৭ পদ্মা-মেঘনায় মিলছে না ইলিশ, হতাশ জেলেরা ‘উপজেলা নির্বাচনে প্রভাব খাটালে ব্যবস্থা নেওয়া হবে’ উত্তরায় লেক থেকে দুই স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার রাশিয়ার সাথে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো : মস্কো খিলগাঁওয়ে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ১৪ দিন পর ডেঙ্গুতে শিশুসহ ৩ জনের মৃত্যু হাসপাতালের ভবনের ফাঁক দিয়ে পড়ে রোগীর মৃত্যু রোববার থেকে আপিল বিভাগের দুটি বেঞ্চে চলবে বিচারকাজ

প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার এলাকাছাড়া

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ৩১ মার্চ, ২০১৮
  • ২৩২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মাস ধরে মন্ডল গোষ্ঠির শতাধিক নিরীহ পরিবার এলাকাছাড়া রয়েছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। প্রাণভয়ে শতাধিক পরিবারের প্রায় ৫শ’ নিরীহ গ্রামবাসীর অন্যত্র পালিয়ে থাকার সুযোগে তাদের ঘরবাড়ি, সহায় সম্বল দিনের পর দিন লুটেরও অভিযোগ উঠেছে। প্রায় ১শ’ ছাত্রছাত্রী পরিবারের সাথে অন্যত্র পালিয়ে বেড়ানোয় তাদের লেখাপড়াও বন্ধ রয়েছে। বাড়ি ফিরতে না পারায় ওইসব পরিবারের সদস্যদের মধ্যে চরম ক্ষোভ আর হতাশা বিরাজ করছে। তারা ২ মাস নিজ বাড়িতে অবস্থান করতে না পেরে পরিবারের সদস্যদের নিয়ে খেয়ে না খেয়ে মানবেতর দিনযাপন করছে। গত ১লা ফ্রেব্রুয়ারি সকাল সাড়ে ১০ টায় জমিজমা নিয়ে পূর্ববিরোধের জেরে বাতিয়া গ্রামের ২ গোষ্ঠির সংঘর্ষকালে ফালাবিদ্ধ হয়ে রাসেল ফকির (৩২) নামের এক যুবক নিহতের ঘটনায় মন্ডল গোষ্ঠির ৩২ জন নামীয় ও আরও ২০/২৫ জন অজ্ঞাতনাম কে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়েরের পর থেকে ওই মামলার আসামী না হয়েও কেবল মন্ডল গোষ্ঠির সমর্থক হওয়ার কারণে তারা নিজ বাড়িতে ফিরে স্বাভাাবিক জীবন যাপন করতে পারছেন না বলেও অভিযোগ উঠেছে।

বাতিয়া গ্রামের ২ মাস ধরে ঘরছাড়া নিরীহ গ্রামবাসীর মধ্যে চাদের প্রামাণিক, ছাত্তার মন্ডল, আসাদুল প্রামানিক, আব্দুল হাকিম, মিনা খাতুন, আখি খাতুন, মোমেনা খাতুন, রনজিদা খাতুন আক্ষেপ প্রকাশ করে বলেন,‘গত ১লা ফেব্রুয়ারি থেকে অবধি প্রতিপক্ষ ফকির গোষ্ঠির সমর্থকেরা রাসেল হত্যা মামলার ৩২ নামীয় আসামী ছাড়াও মন্ডল গোষ্ঠির লোকজনের বাড়িঘর ভাংচুর, লুটপাটসহ এলাকায় ত্রাসের রাজস্ব কায়েম করেছে। প্রতিদিনই কারো ঘরের চাল, কারো বাড়ির বেড়া, কারো বাড়ির খুঁটিসহ মালামাল খুলে নিয়ে যাওয়া হচ্ছে । গত ২ মাসে বাড়িতে অবস্থান করতে না পারায় তাদের গরু বাছুর, ঘরবাড়ি, দোকানপাট, সহায় সম্বল লুট করে অবর্নণীয় আর্থিক ক্ষতিসাধণ করা হচ্ছে।’ বাতিয়া জুনিয়র উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র রোমান (১৪), হযরত (১৪) বাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী লামিয়া, ১ম শ্রেণির ছাত্রী মিম বলেন,‘গত ২ মাস ধরে তারা স্কুলে যেতে পারছে না। তারা বাড়িতে ও প্রতিদিন স্কুলে যেতে চায়। তাদের মতো প্রায় ১শ’ শিক্ষার্থীরও লেখাপড়া ২ মাস ধরে বন্ধ রয়েছে।’

এ ব্যাপারে নরিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক (মুন্ত্রী) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ফকির গোষ্ঠিকে নিষেধ করার পরেও এটা হচ্ছে। গতকালও ইউনিয়ন পরিষদে এ বিষয়ে আলোচনা করে বাতিয়া গ্রামে শাস্তি শৃংখ্যলা ও সামাজিকতা রক্ষায় সংশ্লিষ্ট ইউপি সদস্যকে বলা হয়েছে।’ অবিলম্বে নিজ বাড়িঘরে ফেরার উপযুক্ত ক্ষেত্র তৈরিরও দাবি জানিয়েছে এলাকাছাড়া ওই শতাধিক পরিবারের সদস্যরা।

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com