বুধবার, ০১ মে ২০২৪, ০৪:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের ওপর আক্রমণ ন্যক্কারজনক: স্বাস্থ্যমন্ত্রী গাম্বিয়ায় ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশ চীনে গভীর রাতে মহাসড়কে ধস, নিহত অন্তত ১৯ গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রকৌশলী নিহত নিঃসঙ্গ নারীদের টার্গেট, আমেরিকায় নেওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা ধর্ষণের সময় চিৎকার, গলা চেপে ধরায় মারা যায় শিশু ঝুমুর মিরপুরে রাস্তা পারাপারের সময় বাসচাপায় ফুপু-ভাতিজা নিহত নাটোরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা জ্বালানি তেলের দাম বাড়লো দাবি আদায়ে প্রেসক্লাবে শ্রমিকদের সমাবেশ-র‌্যালি ট্রুডোকে উন্মাদ আখ্যা, কানাডার বিরোধী নেতাকে সংসদ থেকে বহিষ্কার রাজবাড়ীতে সেতু ভেঙে কাঁচা রাস্তা, আড়াই বছরেও হয়নি নির্মাণকাজ শ্রমিক-মালিক সুসম্পর্ক রেখে উৎপাদন বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টির আভাস বিকাশ পেমেন্টে গোল্ড কিনে সঞ্চয় করা যাচ্ছে ‘গোল্ড কিনেন’ অ্যাপে বাড়ছে লবণাক্ততা, বরগুনায় সুপেয় পানির সংকট মিসাইল, হাজারো গ্রেনেডসহ কলম্বিয়ায় লাখ লাখ বুলেট চুরি ১ উইকেট পেলেই পার্পল ক্যাপ মোস্তাফিজের! বিকেলে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বিএনপি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের অভিযান, কয়েক ডজন শিক্ষার্থী আটক

পাওনা পরিশোধে ইনকিলাব সম্পাদককে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১০ মে, ২০১৭
  • ২৩৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: দৈনিক ইনকিলাব থেকে চাকরিচ্যুত সাংবাদিকদের বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য পাওনা পরিশোধ করতে পত্রিকাটির সম্পাদক এএমএম বাহাউদ্দিনকে ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শাবান মাহমুদ। এ সময়ের মধ্যে পাওনা বুঝে না দিলে লাগাতার কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রাজধানীর মতিঝিলে ইনকিলাব ভবনের সামনে বুধবার (১০ মে) দুপুরে ইনকিলাব থেকে সাংবাদিকদের চাকরিচ্যুত এবং তাদের প্রাপ্ত বকেয়া বেতন ও অন্যান্য পাওনাদি পরিশোধের দাবিতে প্রতিবাদ সমাবেশেন আয়োজন করে ডিইউজে।

প্রধান অতিথির বক্তব্যে শাবান মাহমুদ ইনকিলাব সম্পাদকের উদ্দেশে বলেন, ইনকিলাব বন্ধ করে দেওয়ার পরিস্থিতি তৈরি হোক আমরা সে জায়গায় যেতে চাই না। আগামি ৭২ ঘণ্টার মধ্যে চাকরিচ্যুত সাংবাদিক-কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য পাওনাদি পরিশোধ করুন। তা না হলে আজ ইনকিলাবের সামনে কর্মসূচি পালন করা হচ্ছে, আগামিতে প্রয়োজনে আপনার বাসভবন ঘেরাও কর্মসূচি দেওয়া হবে। ৭২ ঘণ্টার মধ্যে যদি দাবি মেনে না নেওয়া হলে পরিস্থিতি ঘোলাটে হলে দায় আপনাকেই নিতে হবে।

pic3

ডিইউজে সভাপতি বলেন, শুধু ইনকিলাব নয়, অন্য যেসব পত্রিকায় সাংবাদিকদের অবৈধ ছাটাই করা হয়েছে, বেতন-ভাতা পরিশোধ করা হচ্ছে না সেসব সম্পাদক, মালিকদের বিরুদ্ধেও ঢাকা সাংবাদিক ইউনিয়ন কর্মসূচি দেবে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ইনকিলাব সম্পাদককে একজন প্রতারক, ভণ্ড উল্লেখ করে বলেন, আপনি রাজাকার পুত্র। হেফাজতে ইসলামকে অর্থায়ন করেন। বিদেশে টাকা পাচার করে বাড়ি ও সম্পদের পাহাড় জমিয়েছেন। দুদককে বলবো তা তদন্ত করার জন্য। দৈনিক ইনকিলাব ৯-১০ হাজার ছাপা হলেও সার্কুলার ১ লাখের উপরে দেখিয়ে সুযোগ সুবিধাদি নেওয়া হয়। এ ব্যাপারে তথ্য মন্ত্রণালয় পুন:তদন্ত করে ব্যবস্থা নিক তা বলতে চাই না। আমরা শুধু চাই আমাদের ন্যায্য পাওনা বুঝিয়ে দেওয়া হোক। নইলে প্রত্যেক সাংবাদিক-কর্মচারি একটি করে আপনার বিরুদ্ধে ফৌজদারী ও প্রতারণার মামলা করবে।

তিনি বলেন, কাল (বৃহস্পতিবার) আমরা সবাই পাওনার জন্য ইনকিলাবে যাব। যদি পাওনা বুঝে না দেওয়া হয় তাহলে শনিবার নতুন কর্মসূচি দেওয়া হবে। দৈনিক ইনকিলাব বন্ধ করে দেওয়া হবে কি হবে না, সেদিন আমরা সিদ্ধান্ত নিয়ে কর্মসূচি দেব।

প্রায় আড়াই ঘণ্টাব্যাপী চলা এই প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ডিইউজের সহ-সভাপতি আতিকুর রহমান চৌধুরী। সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য কুদ্দুস আফ্রাদ, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ইলিয়াস খান, বিএফইউজের যুগ্ম মহাসচিব অমিয় ঘটক পুলক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, কোষাধ্যক্ষ মানিক মুনতাসির, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাফি কামাল, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জামাল, আপ্যায়ন সম্পাদক, কামাল উদ্দিন সুমন, ডিইউজের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, প্রচার সম্পাদক আক্তার হোসেন, কল্যাণ সম্পাদক উম্মুল ওয়ারা সুইটি, কার্যর্নির্বাহী সদস্য ছলিমুল্লাহ সেলিম, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি শহিদুল হক, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, সাবেক সভাপতি আশরাফুল ইসলাম এবং ইনকিলাব থেকে চাকরিচ্যুত সাংবাদিকদের মধ্যে শামিম খান, রবিউল্লাহ রবি, তালুকদার হারুন, আফজাল বারী, আহমদ আতিক বক্তব্য রাখেন।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com