বাংলা৭১নিউজ, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে এএসসি পরীক্ষায় ফেল করে আরিফুল ইসলাম মানিক (১৭) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, উপজেলার নওমালা ইউনিয়নের নওমালা গ্রামের ছালাম গাজীর ছেলে আরিফুল এ বছর নওমালা মাধ্যমিক বিদ্যালয় থেকে এএসসি পরীক্ষা দিয়েছিল।
রবিবার রেজাল্ট প্রকাশিত হলে তিনি ফেল করেন। এতে মনের দুঃখে সোমবার সকালে তিনি কিটনাশক পান করেন। এরপর তাকে বাউফল হাসপাতালে নিয়ে আসা হলে সেখান থেকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মঙ্গলবার রাতে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান।
বাংলা৭১নিউজ/জেএস