বাংলা৭১নিউজ, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে ৩য় ও ৪র্থ শ্রেণী সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে আউটসোর্সিং প্রথা বাতিলসহ পাঁচ দফা দাবী আদায়ের লক্ষ্যে পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পটুয়াখালী ৩য় ও ৪র্থ শ্রেণী সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ৩য় ও ৪র্থ শ্রেণৗ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা সমন্বয় পরিষদের সভাপতি মোঃ হারুন অর রশিদ, সহ-সভাপতি মোঃ শাহআলম, সাধারন সম্পাদক আবদুস ছাত্তার তালুকদার, সাংগঠনিক সম্পাদক ফনি ভূষণ দাস, মহিলা সম্পাদিকা খাদিজা বেগম প্রমুখ।
বক্তারা আউট সোসিংয়ের নামে কর্মচারী নিধন প্রক্রিয়া বন্ধসহ স্বাস্থ্য বিভাগসহ সকল সরকারি দপ্তরে পূর্বের নিয়োগবিধি মোতাবেক রাজস্ব খাতের অধীনে ৪র্থ শ্রেণীর সকল পদে জনবল নিয়োগ, দশ বছর পূর্তিতে সচিবলায়ের ন্যায় সারা দেশের ৪র্থ শ্রেণীর কর্মচারীদের সিলেকশন গ্রেড, টাইমস্কেল, সিলেকশন গ্রেড পূর্নবহাল, পূর্বের ন্যায় শতভাগ এককালীন পেনশন প্রদান করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোর দাবী জানায়।
বাংলা৭১নিউজ/জেএস