বাংলা৭১নিউজ, এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা প্রতিনিধি: ‘শ্রমিক-মালিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’ এই স্লোগানকে সামনে রেখে নানা কর্মসূচীর মধ্য দিয়ে নেত্রকোনায় পালিত হয়েছে মহান মে দিবস।
মহান মে দিবস উপলক্ষ্যে মোক্তারপাড়া মাঠ থেকে বের হওয়া সম্মিলিত শোভাযাত্রায় নেতৃত্ব দেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, লেঃ কর্ণেল (অবঃ) আব্দুন নূর খান, পৌর মেয়র আলহাজ¦ নজরুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নূর খান মিঠু, জেলা বাস মালিক সমিতির সম্পাদক আরিফ খান, জেলা কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকার,
জেলা রেডক্রিসেন্টের সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু, জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কদ্দুছ, সম্পাদক সাইফুল ইসলাম, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ (সিবিএ) নেত্রকোনা জেলা শাখার সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ভূঁইয়া, সহ-সভাপতি দেলোয়ার হোসেন রানা, যুগ্ম সম্পাদক মাহাবুব আলম রিপন, জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, নিরাপদ সড়ক চাই নেত্রকোনার সাংগঠনিক সম্পাদক আহম্মেদ শরীফ মামুন, জেলা স্যানিটারী নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ নছর উদ্দিন, সম্পাদক রুহুল আমিন, নেত্রকোনা ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের সভাপতি বলরাম দাস, সম্পাদক বনদা প্রসাদ তালুকদার রঞ্জন প্রমূখ। এ ছাড়াও শোভাযাত্রা বিভিন্ন সংগঠনের শ্রমিক নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। পরে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলা৭১নিউজ/জেএস