বাংলা৭১নিউজ, এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে তৃণমূল পর্যায়ে আরো বেশী সু-সংগঠিত ও শক্তিশালী করে গড়ে তোলার লক্ষ্যে আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের মঙ্গলসিদ্ধ বাজারে কৃষক জনতা সমাবেশ অনুষ্ঠিত হয়। তেলিগাতী ইউনিয়ন কৃষকলীগ রোববার এই সমাবেশের আয়োজন করে।
তেলিগাতী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জুয়েল তালুকদারের সভাপতিত্বে কৃষক জনতা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকার।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আটপাড়া উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, তেলিগাতী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান বিদ্যা মিয়া, দুওজ ইউনিয়ন আওয়ামীলীগের নির্যাতিত নেতা কাওসার আহমেদ বাবুল, তেলিগাতী ডিগ্রি কলেজের সাবেক জিএস আব্দুল কাইয়ুম, ইউনিয়ন যুবলীগের সম্পাদক সঞ্জু রহমান, কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক লতিফুর রহমান, দুওজ ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সম্পাদক আলী আহম্মদ, মফিজ মেম্বার, ফৌজদার হোসেন, ফজলুর রহমান, মমতাজ উদ্দিন ও ছাত্রলীগ নেতা ডলফিন শর্মা প্রমূখ।
সমাবেশ পরিচালনা করেন উপজেলা কৃষকলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বুলবুল আহমেদ।
বাংলা৭১নিউজ/জেএস