বাংলা৭১নিউজ, এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনা প্রতিনিধি: ইসলামিক ফাউন্ডেশন নেত্রকোনার উদ্যোগে সোমবার সকাল ৯টায় মোক্তারপাড়াস্থ জেলা কার্যালয়ে ‘সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন’ সম্পর্কে জেলা পর্যায়ের প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন নেত্রকোনার উপ-পরিচালক ড.ওমর ইবনে হাছানের সভাপতিত্বে ইমাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পরিচালক মোহাইমোনুল ইসলাম মিন্টু ও জেলা ইমাম সমিতির সভাপতি মাওঃ মোঃ লুৎফুর রহমান প্রমূখ।
সম্মেলনে প্রায় ২ শত ইমাম অংশ গ্রহন করেন।
বাংলা৭১নিউজ/জেএস