বাংলা৭১নিউজ,নেত্রকোনা প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সোমবার নেত্রকোনার পূর্বধলা উপজেলা মিছিলের নগরীতে পরিণত হয়। সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নেতাকর্মী ব্যানার ফেস্টুন, লগি বৈঠা নিয়ে নেচে গেয়ে আনন্দ মিছিল করতে করতে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। দুপুর সাড়ে ১২টায় স্থানীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক)-এর নেতৃত্বে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। বিশেষ করে লাল সবুজের শাড়ী পড়ে হাতে জাতীয় পতাকা নাড়তে নাড়তে মিছিলে মহিলাদের স্বতঃষ্ফূর্ত অংশ গ্রহন আনন্দ র্যালির আকর্ষণ অনেকগুন বাড়িয়ে দিয়েছে।
এ দিকে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে নেত্রকোনায় শুরু হয় স্বাধীনতা দিবসের কর্মসূচী। সুর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মৃতিসৌধে ও পরে সাতপাই স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিয়র রহমান খান ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরুর নেতৃত্বে জেলা আওয়ামীলীগ, জেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান ও সাধারণ সম্পাদক ড্যাব অধ্যাপক ডাঃ আনোয়ারুল হকের নেতৃত্বে জেলা বিএনপি, প্রশান্ত কুমার রায়ের নেতৃত্বে জেলা পরিষদ, পৌর মেয়র নজরুল ইসলাম খানের নেতৃত্বে নেত্রকোনা পৌরসভা, নুরুল আমিনের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। এছাড়াও মুক্তিযোদ্ধা সংবর্ধনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে আলোক সজ্জা করা হয়।
বাংলা৭১নিউজ/জেএস