রবিবার, ০৫ মে ২০২৪, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
উপজেলা নির্বাচন কুলাউড়ায় সংঘর্ষে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীসহ আহত ২০ বাবা ছিলেন বাসচালক মা দরজি, ছেলে লন্ডনের মেয়র ম্যাচিং না হলে প্রিজাইডিং অফিসারের আঙুলের ছাপে দেওয়া যাবে ভোট জম্মু-কাশ্মীরে বন্দুক হামলায় ভারতীয় বিমান সেনা নিহত, আহত ৫ তাপপ্রবাহ না বৃষ্টি, কেমন থাকবে আজকের আবহাওয়া সুন্দরবনে অল্প অল্প আগুন জ্বলছে, জোয়ারের অপেক্ষায় ফায়ার সার্ভিস ভেঙে গেল অনন্যা-আদিত্যর প্রেম! শাহজাহানপুরে স্বামীর সঙ্গে অভিমান করে নববধূর আত্মহত্যা খাগড়াছড়িতে বজ্রপাতে বসতঘরে আগুন লেগে মা-ছেলের মৃত্যু ঢাকায় আসছেন আইওএম মহাপরিচালক অ্যামি পোপ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ডিসিও মহাসচিবের বৈঠক দ্বিতীয় টি-টোয়েন্টি আজ উজ্জীবিত বাংলাদেশের সামনে ভঙ্গুর জিম্বাবুয়ে এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ টানা ৮ দফা কমার পর ফের বাড়লো সোনার দাম উপজেলা পরিষদ নির্বাচন সরকারের পাতানো ফাঁদ: আব্বাস আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিটের উৎপাদন বন্ধ এবি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা রূপালী ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত রোববার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে সমাবেশের ডাক ছাত্রলীগের

নরসিংদী-২ আসন: দুই খানের মর্যাদার লড়াই

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮
  • ১৯৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, নরসিংদী প্রতিনিধিএকাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ আসনে অংশ নিচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপির দুই হেভিওয়েট নেতা।

আসনটিতে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ।

অন্যদিকে ধানের শীষের প্রতীক নিয়ে লড়ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান।

এ ছাড়া জাতীয় পার্টি থেকে লাঙ্গল মার্কা নিয়ে নির্বাচন করছেন দলটির প্রেসিডিয়াম সদস্য আজম খান।

তবে নির্বাচনের মূল লড়াই হবে নৌকা ও ধানের শীষের মধ্যে। ফলে এবারের নির্বাচন হচ্ছে দুই খানের মর্যাদার লড়াই।

১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপির প্রার্থী ড. আবদুল মঈন খান আসনটিতে বরাবরই সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

২০০৮ সালের ৯ম সংসদ নির্বাচনে প্রথমবারের মতো মঈন খান আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুল আশরাফ খানের সঙ্গে প্রায় ২৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন।

তার পর ১০ম সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করায় আসনটিতে মঈন খান নির্বাচন করেননি।

ফলে বিগত ১০ বছর ক্ষমতাহীন থাকায় এ আসনটিতে বিএনপি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।

১০ম সংসদ নির্বাচনে এ আসনে মহাজোটের প্রার্থী হিসেবে জাসদ নেতা জায়েদুল কবির নৌকা প্রতীকে নির্বাচন করেন।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সেই সময় ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ আসনটিতে নির্বাচন করেননি।

তবে নির্বাচনে জায়েদুল কবির স্বতন্ত্র প্রার্থী কামরুল আশরাফ খানের কাছে পরাজিত হন।

কামরুল আশরাফ খান আনোয়ারুল আশরাফ খান দিলীপের আপন ছোট ভাই।

সেই হিসেবে ভাইয়ের সহযোগিতা নিয়ে তিনি দলকে আরও সুশৃঙ্খল ও শক্তিশালী হিসেবে গড়ে তুলেছেন।

এবার একাদশ নির্বাচনে এ আসনে একাধিক ব্যক্তি মনোনয়ন চাইলেও চূড়ান্তভাবে আনোয়ারুল আশরাফ খান দিলীপকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

ফলে মনোনয়ন পাওয়ার পর বিজয়টা এখন তার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

অন্যদিকে নরসিংদীর এ আসনটিতে ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপির প্রার্থী ড. আবদুল মঈন খান সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার পর আসন্ন নির্বাচনে জয়লাভ করাটা তার জন্যও প্রেস্টিজের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তবে দলের নেতাকর্মীদের আশা-ভোট সুষ্ঠু হলে একাধিকবার নির্বাচিত হওয়া মঈন খান এবার বিপুল ভোটে জয়ী হবেন। সূত্র: যুগান্তর।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com