বাংলা৭১নিউজ,হিলি প্রতিনিধি: দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিকের বিরুদ্ধে বিরাপুরের মুক্তিযোদ্ধারা বিরুপ মন্তব্য করে সংবাদ সম্মেলন করায় পাল্টা সংবাদ সম্মেলন করেছে নবাবগঞ্জর উপজেলার মুক্তিযোদ্ধারা।
মঙ্গলবার দুপুর ১২টায় নবাবগঞ্জ উপজেলা হল রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা আব্দুর রউফ চৌধুরী তার লিখিত বক্তব্যে বলেন, সংসদ সদস্য শিবলী সাদিককে রাজাকারের বংশধর বলা বিরামপুরের মুক্তিযোদ্ধাদের উচিৎ হয়নি। নবাবগঞ্জের মুক্তিযোদ্ধারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এসময় উপজেলা সাবেক মুক্তিযোদ্ধ কমান্ডার দবিরুল ইসলামসহ প্রায় ৩০জন মুক্তি যোদ্ধা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/জেএস