রবিবার, ০৫ মে ২০২৪, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
টানা ৮ দফা কমার পর ফের বাড়লো সোনার দাম উপজেলা পরিষদ নির্বাচন সরকারের পাতানো ফাঁদ: আব্বাস আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিটের উৎপাদন বন্ধ এবি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা রূপালী ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত রোববার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে সমাবেশের ডাক ছাত্রলীগের ৮ মের উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে যে নির্দেশনা দিল ইসি ফের বাংলাদেশে আশ্রয় নিলো মিয়ানমারের ৪০ বিজিপি সদস্য ট্রেন সার্ভিসের মাধ্যমে রাজধানীর চাপ কমে আসবে: চিফ হুইপ মৌলভীবাজারে পুলিশের বাধায় ছাত্রদলের মিছিল পণ্ড প্রেমের ফাঁদে ফেলে ৩০ লাখ টাকা চাঁদা আদায়, গ্রেফতার ৭ পদ্মা-মেঘনায় মিলছে না ইলিশ, হতাশ জেলেরা ‘উপজেলা নির্বাচনে প্রভাব খাটালে ব্যবস্থা নেওয়া হবে’ উত্তরায় লেক থেকে দুই স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার রাশিয়ার সাথে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো : মস্কো খিলগাঁওয়ে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ১৪ দিন পর ডেঙ্গুতে শিশুসহ ৩ জনের মৃত্যু হাসপাতালের ভবনের ফাঁক দিয়ে পড়ে রোগীর মৃত্যু রোববার থেকে আপিল বিভাগের দুটি বেঞ্চে চলবে বিচারকাজ

দেশে বয়লার সাড়ে ৫ হাজার: পরিদর্শক মাত্র ৬ জন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: টঙ্গীর শিল্প এলাকায় ট্যাম্পাকো লিমিটেড নামের একটি প্যাকেজিং কারখানায় বিস্ফোরণ ও আগুনের ঘটনায় এ পর্যন্ত ৩৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে৷ ওদিকে বাংলাদেশের শিল্প কারখানায় বয়লার ব্যবহার ও তার তদারকি নিয়ে উঠেছে প্রশ্ন৷

শুরুতে ট্যাম্পাকোর বয়লার বিস্ফোরণ হয়েছে বলে ফায়ার সার্ভিস দাবি করলেও, পরে বয়লার ইন্সপেক্টর প্রকৌশলী শরাফাত আলী দাবি করেন যে, বয়লার দু’টি অক্ষত আছে৷ তাই বিস্ফোরণ এবং আগুনের কারণ নিয়ে এখনো নিশ্চিত কোনো বক্তব্য পাওয়া যায়নি৷ তবে এ ঘটনায় বাংলাদেশের শিল্প-কারখানায় বয়লারের ব্যবহার নিয়ে ভয়াবহ সব তথ্য বেরিয়ে এসেছে৷

বাংলাদেশের শিল্পকারখানাগুলোতে প্রধানত শক্তি উৎপাদনের জন্য বয়লার ব্যবহার করা হয়৷ মূত এই শক্তি উৎপাদন করা হয় পানিকে বাষ্পে পরিণত করে৷

শিল্পমন্ত্রণালয়ের অধীনে কল-কারখানা পরিদর্শন অধিদপ্তর থেকে এই বয়লারের অনুমতি দেয়া হয় এবং বাংলাদেশে বয়লারের আলাদা পরিদর্শন অধিদপ্তরও রয়েছে৷ কিন্তু অবাক করা ব্যাপার হলো, বাংলাদেশে সাড়ে পাঁচ হাজার নিবন্ধিত বয়লারের জন্য পরিদর্শক আছেন মাত্র ছ’জন৷ জানা গেছে, এই বয়লারগুলো প্রায় তিন হাজার কারখানায় ব্যবহার করা হয়৷

ট্যাম্পাকোয় আগুন নেভাচ্ছেন দমকল কর্মীরা

ট্যাম্পাকোয় আগুন নেভাচ্ছেন দমকল কর্মীরা

বয়লার ইন্সপেক্টর শরাফত আলী ডয়চে ভেলেকে জানান, ‘‘আমরা বছরে একবার করে বয়লারগুলো পরিদর্শন করি৷ পরিদর্শনের সময় বয়লারের সার্বিক অবস্থার সঙ্গে বয়লার অপারেটরসহ বয়লারের কার্যকারিতাও পরীক্ষা করি আমরা৷”

উল্লেখ্য, আসলেই যদি বয়লারগুলো বছরে একবার পরীক্ষা করা হয় তাহলে একজন ইন্সপেক্টরকে বছরের ৩৬৫ দিনে মোট ৯১৬টি বয়লার পরীক্ষা করতে হবে৷ মাসে পরিদর্শন করতে হবে ৫৫৮টি বয়লার৷ এখানে বলা প্রয়োজন, বয়লার ব্যবহারকারী শিল্প-কারখানাগুলো ঢাকা ও চট্টগ্রামসহ সারাদেশে ছড়িয়ে আছে৷ তাই বাস্তবে এই পরীক্ষা সম্ভব নয়৷

এই পরিস্থিতির কারণে প্রধান বয়লার পরিদর্শকের অফিস থেকে আগেই ২০০ বয়লার ইন্সপেক্টরসহ মোট সাড়ে তিনশ’ জনবলের প্রস্তাব দেয়া হয়৷ অবশ্য এখনো এর জন্য অনুমোদন দেয়া হয়নি৷

ইন্সপেক্টর শরাফাত আলী বলেন, ‘‘ঠিকমত বয়লারগুলো পরিদর্শন করতে হলে ২০০ জন ইন্সপেক্টর প্রয়োজন, কারণ এটা সময় সাপেক্ষ ব্যাপার৷” তবে সামনেই মানে নতুন চারজন বয়লার ইন্সপেক্টর যোগ দেবেন বলে খবর৷

এ ব্যাপারে প্রধান কারখানা পরিদর্শক আব্দুল মান্নান ছুটিতে থাকায় তাঁর কোনো বক্তব্য জানা যায়নি৷

একধিক সূত্র জানায় যে, এখনকার জনবল দিয়ে হিসেবের খাতায় মাসে ৭০টি বয়লার পরিদর্শন করা হয়৷ কিন্তু বাস্তবে তা করেন না ইন্সপেক্টররা৷

রানা প্লাজা বিপর্যয়ের তৃতীয় বার্ষিকীতে (২৪.৪.১৬)

রানা প্লাজা বিপর্যয়ের তৃতীয় বার্ষিকীতে (২৪.৪.১৬)

অন্যদিকে অভিযোগ যে, আইন অমান্য করেই ভবনের দোতলায় বয়লার স্থাপন করেছিলেন ট্যাম্পাকোর মালিকপক্ষ৷ ১৯৪০ সালের বয়লার আইন অনুযায়ী, বয়লার মেশিন অবশ্যই ভূপৃষ্ঠের লাগোয়া করে স্থাপন করতে হবে৷ এরপরও কল-কারখানা পরিদর্শন পরিদপ্তর ট্যাম্পাকোকে ছাড়পত্র দিয়েছে৷ জানা গেছে, এই দু’টি বয়লার আগামী ২০১৭ সালের জুন মাস পর্যন্ত নবায়ন করা আছে৷

বয়লার ইন্সপেক্টর শরাফত আলী দুর্ঘটনার দিন শনিবার বিকেলেই দাবি করেন, ‘‘বয়লার বিস্ফোরণে নয়, গ্যাস লাইন লিকেজ হয়ে ট্যাম্পাকো কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ তবে বয়লার দু’টি অক্ষত আছে বলে দাবি করেছেন শিল্প মন্ত্রণালয়ের কল-কারখানা পরিদপ্তরের বয়লার পরিদর্শক ইঞ্জিনিয়ার শরাফত আলী৷

শনিবার সন্ধ্যায় ট্যাম্পাকো কারখানা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান৷ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ট্যাম্পাকো কারখানায় দু’টি বয়লার রয়েছে৷

উল্লেখ্য, শনিবার দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের পরিচালক লে. কর্নেল মোশাররফ হোসেন জানিয়েছিলেন, ‘‘বয়লার বিস্ফোরণের কারণে দুর্ঘটনা ঘটেছে৷”

বাংলাদেশে অনুমোদনের বাইরেও স্থানীয়ভাবে তৈরি করা বয়লার ব্যবহারের অভিযোগ আছে৷ বিশেষ করে রাইস মিলে প্রায়ই এ ধরনের অননুমোদিত বয়লার বিস্ফোরণের খবর পাওয়া যায়৷

বাংলা৭১নিউজ/সূত্র:ডয়েচে ভেলে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com