বাংলা৭১নিউজ,বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় দুই পা ওলা বাছুর দেখতে মানুষের ভীড় বাড়ছে।
জানা গেছে, গত এক সপ্তাহ আগে উপজেলার বোদা সদর ইউনিয়নের ডাবরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের পার্শ্বে ডকসা পাড়া গ্রামে দুলালের বাড়িতে একটি গাভীর দুই পা বিশিষ্ট একটি অস্বাভাবিক বাছুর জন্ম গ্রহন করেছে। বাছুরটি জন্ম গ্রহণের পর থেকে এখনও পর্যন্ত সুস্থ্য আছে।
গাভীর মালিক তাকে কোলে নিয়ে দুধের বাট মুখে লাগিয়ে দুধ খাওয়াচ্ছে। এলাকায় এ রকম একটি দুই পা বিশিষ্ট বাছুরের জন্ম হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিদিন এ বাছুরটিকে এক নজর দেখার জন্য উৎসুক জনতা দুলালের বাড়ি ভীড় করছেন বলে জানা গেছে।
বাংলা৭১নিউজ/জেএস