বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিএনপির নয় আওয়ামী লীগের নেতারা দেশ ছাড়ছেন : রিজভী মামলা হলে মিল্টনের স্ত্রীকেও গ্রেফতার করা হবে : ডিবি প্রধান হারুন যুক্তরাষ্ট্রের অভিযোগ ইউক্রেন যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে রাশিয়া যুক্তরাষ্ট্রকে নিজের ঘর সামলাতে বললেন প্রধানমন্ত্রী ভারতে ৫১ বছরের রেকর্ড ভাঙলো দাবদাহ, তাপমাত্রা ছাড়ালো ৪৭ ডিগ্রি ৫ বিভাগে বৃষ্টি হতে পারে শুক্রবার স্কুল খোলা না বন্ধ, জানাল শিক্ষা মন্ত্রণালয় ফিলিস্তিনকে তাদের জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে: খামেনি দক্ষিণপূর্ব এশিয়ার স্বাস্থ্য খাতে সমন্বিত নেতৃত্বের আহ্বান সায়মা ওয়াজেদ পুতুলের রাজবাড়ীতে লাইনচ্যুত ট্রেন উদ্ধার, ৩ ঘণ্টা পর যোগাযোগ স্বাভাবিক ঢাকায় পরিবহনে চাঁদাবাজি, মূলহোতাসহ গ্রেফতার ১১ জাতির পিতার সমাধিতে আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতিদের শ্রদ্ধা প্রতীক নিয়ে আজ থেকেই ১৮ দিনের প্রচারণায় নামবেন প্রার্থীরা ওমরা পালনে সস্ত্রীক সৌদি যাচ্ছেন মির্জা ফখরুল গ্রামীণ টেলিকম দুর্নীতি: ইউনূসের জামিন, চার্জ শুনানি ২ জুন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা কলম্বিয়ার রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা তীব্র তাপদাহ থেকে সুরক্ষায় রিকশাচালকদের মাঝে ছাতা বিতরণ পেকুয়ায় বজ্রপাতে ২ লবণ চাষীর মৃত্যু

দিল্লির পাঁচ তারকা হোটেলে নারী কর্মকর্তার বস্ত্রহরণ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১৯ আগস্ট, ২০১৭
  • ৮৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: ভারতের দিল্লির একটি পাঁচ তারকা হোটেলের নির্বাহী এক নারীকে শাড়ি টেনে হেনস্তা করেছেন একই প্রতিষ্ঠানের আরেক কর্মকর্তা। গত ২৯ জুলাই দিল্লি এয়ারপোর্টের কাছের একটি হোটেলে এ ঘটনা ঘটে। ওই হোটেলের ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরায় বিষয়টি ধরা পড়েছে।

এ ঘটনার দুই সপ্তাহেরও বেশি সময় পর বৃহস্পতিবার ৩৩ বছর বয়সী ওই নারীকে বরখাস্ত করেছে হোটেল কর্তৃপক্ষ। যে নিরাপত্তা ব্যবস্থাপক ওই নারীকে হেনস্তা করেন, তাকে এরই মধ্যে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া ওই নারীর আরেক সহকর্মীকেও বরখাস্ত করা হয়েছে।

ওই নারীর অভিযোগ, হোটেলের নিরাপত্তা ব্যবস্থাপক বাড়ি ফেরার পথে তাকে দু’বার গাড়িতে তোলার চেষ্টা করেন। তিনি জানান, বৃহস্পতিবার বেলা ১টার দিকে অফিসে গেলে দায়িত্বরত ব্যবস্থাপক তাকে মানবসম্পদ বিভাগে যোগাযোগ করতে বলেন।

এরপর মানবসম্পদ বিভাগ ৪০ মিনিট অপেক্ষা করানোর পর তার হাতে বরখাস্তের চিঠি ধরিয়ে দেয়। একই দিনে তাকে সিসিটিভি ফুটেজ পেতে সাহায্য করা এক সহকর্মীকেও বরখাস্ত করা হয়।

২৯ জুলাইয়ের ঘটনার বিষয়ে ওই নারী এনডিটিভিকে বলেন, ‘ওই দিন ছিল আমার জন্মদিন। তিনি (নিরাপত্তা ব্যবস্থাপক) তার কক্ষে আমাকে ডেকে নিলেন। এরপর পকেট থেকে ক্রেডিট কার্ড বের করে বললেন, আমার কোন উপহার দরকার। বস আমাকে বসতে বলেন। কিন্তু আমি বসতে না চাইলে তিনি আমাকে তার দিকে টেনে নেন এবং আমার শাড়ি খুলে ফেলার চেষ্টা করেন। এ সময় তিনি অন্য সহকর্মীদের কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন।’

তার অভিযোগ, ঘটনাটি যখন ঘটছে সে সময় ওই ঘরে উপস্থিত ছিলেন তার এক সিনিয়রও। তিনি সব দেখা সত্ত্বেও বসকে বাধা দেননি।

ওই নারী আরও বলেন, ঘটনার রাতে তিনি হোটেলের মানবসম্পদ বিভাগে একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু তারা সেই অভিযোগ আমলে নেয়নি। পরে স্বামীর পরামর্শক্রমে ১ আগস্ট তিনি সংশ্লিষ্ট থানায় একটি এফআইআর দায়ের করেন। তার আরও অভিযোগ, অভিযুক্ত বস এর আগেও তার সঙ্গে শারীরিক সম্পর্কের জন্য জোরাজুরি করেছিলেন। তার সঙ্গে রাত কাটাতেও বলেন। এনডিটিভি।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com