রবিবার, ০৫ মে ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
টানা ৮ দফা কমার পর ফের বাড়লো সোনার দাম উপজেলা পরিষদ নির্বাচন সরকারের পাতানো ফাঁদ: আব্বাস আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিটের উৎপাদন বন্ধ এবি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা রূপালী ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত রোববার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে সমাবেশের ডাক ছাত্রলীগের ৮ মের উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে যে নির্দেশনা দিল ইসি ফের বাংলাদেশে আশ্রয় নিলো মিয়ানমারের ৪০ বিজিপি সদস্য ট্রেন সার্ভিসের মাধ্যমে রাজধানীর চাপ কমে আসবে: চিফ হুইপ মৌলভীবাজারে পুলিশের বাধায় ছাত্রদলের মিছিল পণ্ড প্রেমের ফাঁদে ফেলে ৩০ লাখ টাকা চাঁদা আদায়, গ্রেফতার ৭ পদ্মা-মেঘনায় মিলছে না ইলিশ, হতাশ জেলেরা ‘উপজেলা নির্বাচনে প্রভাব খাটালে ব্যবস্থা নেওয়া হবে’ উত্তরায় লেক থেকে দুই স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার রাশিয়ার সাথে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো : মস্কো খিলগাঁওয়ে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ১৪ দিন পর ডেঙ্গুতে শিশুসহ ৩ জনের মৃত্যু হাসপাতালের ভবনের ফাঁক দিয়ে পড়ে রোগীর মৃত্যু রোববার থেকে আপিল বিভাগের দুটি বেঞ্চে চলবে বিচারকাজ

‘দাঙ্গা যাদের ধর্ম তারা আমার পড়শি নয়’

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ৭ জুলাই, ২০১৭
  • ৩৩০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: ‘ধর্মের দাবানলে ভালোবাসার বৃষ্টি। শান্ত হও বসিরহাট, শান্ত হও বাদুড়িয়া’। ‘হিংসা নয়, শান্তি চাই’, কবিতায় বার্তা দিলেন নাগরিক কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়।

কবি লিখলেন, ‘উটকো কিছু মিথ্যে মানুষ, ঘরভাঙানো লোক/ভালবাসার সামনে তাদের শাস্তি দেওয়া হোক’। শ্রীজাতর কলম ফের আরও একবার গর্জে উঠল ধর্মের নামে অশান্তি ছড়িয়ে দেওয়া সেইসব স্বার্থান্বেষী মানুষের বিরুদ্ধে। ‘বসিরহাট-বাদুড়িয়ার’ অগ্নিগর্ভ অবস্থার অবসান চেয়ে শান্তির বার্তাই ফেসবুকের দেওয়ালে দেওয়ালে পোস্টারের মত এঁটে যাচ্ছে আরও একবার, আর তাতে লেখা থাকছে কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লাইন, ‘দাঙ্গা যাদের ধর্ম তারা আমার পড়শি নয়’।

এই মুহূর্তে রাজ্য রাজনীতি সরগরম বসিরহাট-বাদুড়িয়া কাণ্ড নিয়ে। গত শনিবার ১৭ বছরের এক কিশোরের একটি বিতর্কিত পোস্ট নিয়েই শুর হয়েছিল বিবাদ। ফেসবুকের ওই বিতর্কিত পোস্ট থেকেই বিক্ষিপ্তভাবে অশান্তি ছড়িয়ে পড়েছিল উত্তর ২৪ পরগনার বিভিন্ন গ্রামে। ‘ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছে’, এই অভিযোগেই দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা।

আসতে আসতে পরিস্থিতির অবনতি শুরু হয়। গ্রামে গ্রামে শুরু হয় লুটপাঠ। ভাঙচুর হয় অসংখ্য দোকানপাট। ঘরছাড়া হয় বহু মানুষ। উত্তেজিত জনতা জ্বালিয়ে দেয় পুলিসের গাড়ি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি নামানো হয় কেন্দ্রীয় বাহিনী। আজ ৬ দিন পর পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে দাবি রাজ্য প্রশাসনের।

এই ঘটনাকে কেন্দ্র করে যে উত্তেজনা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়েছে তার জন্য ভুল ভাবে ফেসবুকের ব্যবহারকেই দায়ী করেছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইচ্ছে করে অশান্তি তৈরি করা হচ্ছে, এমনও অভিযোগ ছিল তাঁর। শান্তি ফিরিয়ে আনতে শান্তিরক্ষা বাহিনী গড়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী।

কোনও রকম ‘গুজবে’ যেন নতুন করে অশান্তি না ছড়িয়ে পড়ে সেই জন্য তৎপর হয়েছে রাজ্য পুলিসও। এমন অবস্থায় সমাজের প্রগতিশীলদের এগিয়ে আসা রাজ্যের ‘অগ্নিগর্ভ পরিস্থিতিতে’ হিমশৈলের মত কাজ করবে বলেই মনে করছে বুদ্ধিজীবী মহল।

উল্লেখ্য, এর আগেও রাজনীতি এবং নানান সামাজিক বিষয়ে নিজের কথা কবিতায় ব্যক্ত করেছেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। ধর্ম দিয়ে মানুষে মানুষে বিভেদ তৈরি, অরাজকতার বিরুদ্ধে কথা বলে খুনের হুমকি পর্যন্ত পেয়েছেন কবি শ্রীজাত।তবে তিনি থেমে থাকেননি। কখনই বিশ্রাম নেয়নি তাঁর কলম। অক্লান্ত, অবিরাম প্রতিবাদে আজও তিনি তফাৎ গড়েন শিরদাঁড়ায়।

বাংলা৭১নিউজ/সূত্র:২৪ঘন্টা/এসএইচবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com