রবিবার, ০৫ মে ২০২৪, ০৬:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
টানা ৮ দফা কমার পর ফের বাড়লো সোনার দাম উপজেলা পরিষদ নির্বাচন সরকারের পাতানো ফাঁদ: আব্বাস আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিটের উৎপাদন বন্ধ এবি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা রূপালী ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত রোববার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে সমাবেশের ডাক ছাত্রলীগের ৮ মের উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে যে নির্দেশনা দিল ইসি ফের বাংলাদেশে আশ্রয় নিলো মিয়ানমারের ৪০ বিজিপি সদস্য ট্রেন সার্ভিসের মাধ্যমে রাজধানীর চাপ কমে আসবে: চিফ হুইপ মৌলভীবাজারে পুলিশের বাধায় ছাত্রদলের মিছিল পণ্ড প্রেমের ফাঁদে ফেলে ৩০ লাখ টাকা চাঁদা আদায়, গ্রেফতার ৭ পদ্মা-মেঘনায় মিলছে না ইলিশ, হতাশ জেলেরা ‘উপজেলা নির্বাচনে প্রভাব খাটালে ব্যবস্থা নেওয়া হবে’ উত্তরায় লেক থেকে দুই স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার রাশিয়ার সাথে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো : মস্কো খিলগাঁওয়ে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ১৪ দিন পর ডেঙ্গুতে শিশুসহ ৩ জনের মৃত্যু হাসপাতালের ভবনের ফাঁক দিয়ে পড়ে রোগীর মৃত্যু রোববার থেকে আপিল বিভাগের দুটি বেঞ্চে চলবে বিচারকাজ

তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ২১ আগস্ট, ২০১৭
  • ৯১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, এস.এম.রাসেল, মাদারীপুর প্রতিনিধি : পদ্মায় অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সৃষ্ঠ তীব্র ¯্রােতে দেশের গুরুত্বপূর্ন শিমুলিয়া-কাঠালবাড়ি ইলিয়াছ আহম্মেদ চৌধুরী রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ডুবে গেছে কাঠালবাড়ির ৪ টি প্লাটুনের মধ্যে ৩ টি ফেরি ঘাট সংলগ্ন প্লাটুন ও সড়ক। ফলে যাত্রী দূর্ভোগ দেখা দিয়েছে চরমে। ¯্রােতের গতিবেগ বেড়ে যাওয়ায় প্রতিটি ফেরিসহ নৌযান পারাপারে বিলম্ব হচ্ছে। ফলে উভয় পাড়ে দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ যানযট।
একাধিক সুত্রে জানা যায়, শিমুলিয়া ঘাট পয়েন্টে পদ্মা নদীর পানি ৩০ সে.মি. বৃদ্ধি পাওয়াসহ গত কয়েকদিনে অস্বাভাবিক গতিতে পানি বৃদ্ধি পাচ্ছে। দ্রুত পানি বাড়ায় দেশের গুরুত্বপূর্ন শিমুলিয়া-কাঠালবাড়ি ইলিয়াস আহম্মেদ চৌধুরী রুটের পদ্মায় তীব্র ¯্রােতের সৃষ্টি হচ্ছে। এতে করে রুটের ফেরি, লঞ্চসহ সকল নৌযান পারাপারে দীর্ঘ সময় লাগছে। কাঠালবাড়ি থেকে শিমুলিয়া পৌছাতে নৌযানগুলোকে কিছুটা সময় বেশি ব্যায় হলেও শিমুলিয়া থেকে ছেড়ে আসা নৌযানগুলো পৌছাতে আধা ঘন্টা থেকে এক ঘন্টা বেশি সময় লাগছে। এতে জ¦ালানী ব্যয় বেড়ে গেছে। ফেরিতে পারাপারে বিঘœ ঘটায় উভয় পাড়ে দেখা দিয়েছে তীব্র যানজটের। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী পরিবহন পার করায় ঘাটে আটকে পড়েছে শত শত পন্যবাহী ট্রাক। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় ঘাটে প্রায় ৪ শতাধিক ট্রাক আটকে আছে।
ফেরি যাত্রী আব্বাস উদ্দিন ফকির বলেন, পানিতে ঘাট প্লাবিত হওয়ার সুযোগে অনেকেই নৌকায় করে ফেরি পল্টুনে উঠানোর নামে যাত্রীদের কাছ থেকে টাকা নিচ্ছে। প্রশাসন এ ব্যাপারে কোন পদক্ষেপ নিচ্ছে না।
ট্রাক চালক মোহাম্মাদ আলী খান বলেন, বন্যার পানিতে ঘাট এলাকা তলিয়ে যাওয়ায় ফেরি চলাচল কমে গেছে। আর যে কয়টা চলছে তাতে যাত্রীবাহি পরিবহনই পারাপার করছে। তাই আমরা অনেকে ট্রাক নিয়ে ২/৩ দিন যাবৎ ঘাটে আটকে আছি।
বিআইডব্লিউটিসি কাঠালবাড়ি ঘাট ম্যানেজার আঃ সালাম বলেন, প্রতিনিয়ত পদ্মার পানি বৃদ্ধি পাচ্ছে। আমরা বারবার পল্টুন উঁচু করছি আর বারবারই পানিতে তলিয়ে যাচ্ছে। এতে ফেরিতে গাড়ি লোড-আনলোডে কিছুটা বিঘœ ঘটছে। তবে আমাদের সকল ফেরি চলাচল করছে। আমরা যাত্রীবাহি পরিবহন অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করছি।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com