রবিবার, ০৫ মে ২০২৪, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
টানা ৮ দফা কমার পর ফের বাড়লো সোনার দাম উপজেলা পরিষদ নির্বাচন সরকারের পাতানো ফাঁদ: আব্বাস আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিটের উৎপাদন বন্ধ এবি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা রূপালী ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত রোববার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে সমাবেশের ডাক ছাত্রলীগের ৮ মের উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে যে নির্দেশনা দিল ইসি ফের বাংলাদেশে আশ্রয় নিলো মিয়ানমারের ৪০ বিজিপি সদস্য ট্রেন সার্ভিসের মাধ্যমে রাজধানীর চাপ কমে আসবে: চিফ হুইপ মৌলভীবাজারে পুলিশের বাধায় ছাত্রদলের মিছিল পণ্ড প্রেমের ফাঁদে ফেলে ৩০ লাখ টাকা চাঁদা আদায়, গ্রেফতার ৭ পদ্মা-মেঘনায় মিলছে না ইলিশ, হতাশ জেলেরা ‘উপজেলা নির্বাচনে প্রভাব খাটালে ব্যবস্থা নেওয়া হবে’ উত্তরায় লেক থেকে দুই স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার রাশিয়ার সাথে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো : মস্কো খিলগাঁওয়ে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ১৪ দিন পর ডেঙ্গুতে শিশুসহ ৩ জনের মৃত্যু হাসপাতালের ভবনের ফাঁক দিয়ে পড়ে রোগীর মৃত্যু রোববার থেকে আপিল বিভাগের দুটি বেঞ্চে চলবে বিচারকাজ

তানোরে ৩ দফায় ৫০বিঘা জমির খড় পুড়িয়ে দেয়ার ঘটনায় থানায় মামলা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৯৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, মমিনুল ইসলাম মুন, তানোর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর তানোরে জমি নিয়ে পূর্ব শক্রুতার জের ধরে ৩দফায় ৫০বিঘা জমির ধানের খড়ের পালা আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনায় তানোর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বোনগা গ্রামের মৃত শফিউল্লার পুত্র সাজাহান আলী বাদি হয়ে বোনগা গ্রামের মৃত মেছের আলীর পুত্র আতাউরের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩/৪জনকে আসামী করে গত সোমবার রাতে তানোর থানায় মামলাটি দায়ের করেছেন। তবে, পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনী ।

মামলার বিবরণ, পুলিশ ও গ্রামবাসী সুত্রে জানা গেছে, তানোর উপজেলার কলমা ইউপির বোনগা গ্রামের মৃত শফিউল্লাহর পুত্র সাজাহানের সাথে একই গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র মাজহারুল ইসলাম লিটনের জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ চলে আসছিলো।

এরই সুত্র ধরে সাজাহানের বাড়ির সামনের আম বাগানে ৮০বিঘা জমির ধানের খড়ের ৫টি পালার মধ্যে ৩দফায় ৫০বিঘা জমির ধানের খড়ের পালা ৩টি খড়ের পালা আগুন দিয়ে পুড়িয়ে দেয়ায় প্রায় ২লাখ টাকার ক্ষতি হয়েছে।

এর মধ্যে গত ২৩/১২/২০১৭ইং তারিখে শুক্রবার বেলা ১টার দিকে ২০বিঘা জমির ধানের খড়ের ১টি পালায় আগুন দিলে তানোর ফায়ার সার্ভিস কর্মিরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ওই দিন ওই সময় সাজাহানের চাচার মারা যাওয়ায় সকলেই তখন লাশ দাফণের জন্য ব্যাস্থ্য ছিলো।

পরে গত ১০/০১/২০১৭ইং তারিখে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আরো ১টি ১০বিঘার ধানের খড়ের পালা আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হলে তানোর ফায়অর সার্ভিস কর্মিরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন ততক্ষনে সবগুলো খড় আগুনে পুড়ে যায়।

সর্বশেষ গত ০৩/০২/২০১৮ইং তারিখ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ২০বিঘা জমির ধানের খড়ের পালায় আগুন দিয়ে পালানোর সাজাহানের পরিবারের সদস্যরা বোনগা গ্রামের মেছের আলীর পুত্র ও সিরাজ উদ্দিনের পুত্র লিটনের ব্যাক্তিগত কাজের লোক আতাউর রহমানকে দেখতে পাই। খবর দেয়া হলে তানোর ফায়ার সার্ভিসের কর্মিরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। পরে গ্রামবাসী আতাউরের বাড়িতে গেলে তার বাড়িতে পাননি। ঘটনার পর থেকে আতাউর রহমান পলাতক রয়েছে।

এব্যাপারে তানোর উপজেলার কলমা ইউপির বোনগা গ্রামের মৃত শফিউল্লাহর পুত্র সাজাহান বলেন, দীর্ঘদিন ধরে গ্রামেরই সিরাজ উদ্দিনের পুত্র মাজহারুল ইসলাম লিটনের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে, সর্বশেষ দিনে খড়ের পালায় আগুন দিয়ে পালানোর সময় আতাউরকে আমার পরিবালের লোকজন দেখে ফেলেছে, এই আতাউর লিটনের ব্যাক্তিগত কাজের লোক।

তিনি বলেন, আগুনে খড়ের পুরো পালা পুড়ে গেছে, কিছু খড়ের আটি অর্ধেক পোড়া অবস্থায় রয়েছে, সেগুলো গরু আর খাচ্ছেনা। বাড়ির ৩০টি গরু এই খড়ের উপর নির্ভরশীল ছিলো, খড় পুড়িয়ে ফেলায় গরু নিয়ে চরম বিপাকে পড়তে হবে, গরুকে খড় কিনে খাওয়াতে হবে। তিনি বলেন, লিটর রাজশাহী শহরে বসবাস করে মাজে মধ্যে গ্রামে এসে থাকে, ঘটনার দিন গুলোতে লিটন বাড়িতে ছিলো।

এব্যাপারে যোগাযোগের জন্য আতাউর রহমানের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে, মাজহারুল ইসলাম লিটন জমিজমা নিয়ে বিরোধ থাকার কথা স্বীকার করে বলেন, আতাউর এঘটনার সাথে জড়িত নয়, আমাকে দুর্বল করতে নিজেরাই খড়ের পালা অঅগুন দিয়ে পুড়িয়ে আমার লোকের নামে খড় পুড়ানোর মিথ্যে মামলা দিয়েছে।

এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য এবং আসামীকে গ্রেপ্তারের জন্য তানোর থানার এসআই সাইফুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে।

এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা তানোর থানার এসআই সাইফুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে আসামীকে পলাতক রয়েছে তাকে গ্রেপ্তারের বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

 

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com