রবিবার, ০৫ মে ২০২৪, ০২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ইউনিসেফ ইন্ডিয়ার জাতীয় অ্যাম্বাসেডর কারিনা উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগের কোনো সংঘাতে নেই: কাদের ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী, চলছে জিজ্ঞাসাবাদ তুরস্ক বাণিজ্য বন্ধ করায় ‘বড় বিপদে’ পড়তে যাচ্ছে ইসরায়েল উপজেলা নির্বাচন কুলাউড়ায় সংঘর্ষে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীসহ আহত ২০ বাবা ছিলেন বাসচালক মা দরজি, ছেলে লন্ডনের মেয়র ম্যাচিং না হলে প্রিজাইডিং অফিসারের আঙুলের ছাপে দেওয়া যাবে ভোট জম্মু-কাশ্মীরে বন্দুক হামলায় ভারতীয় বিমান সেনা নিহত, আহত ৫ তাপপ্রবাহ না বৃষ্টি, কেমন থাকবে আজকের আবহাওয়া সুন্দরবনে অল্প অল্প আগুন জ্বলছে, জোয়ারের অপেক্ষায় ফায়ার সার্ভিস ভেঙে গেল অনন্যা-আদিত্যর প্রেম! শাহজাহানপুরে স্বামীর সঙ্গে অভিমান করে নববধূর আত্মহত্যা খাগড়াছড়িতে বজ্রপাতে বসতঘরে আগুন লেগে মা-ছেলের মৃত্যু ঢাকায় আসছেন আইওএম মহাপরিচালক অ্যামি পোপ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ডিসিও মহাসচিবের বৈঠক দ্বিতীয় টি-টোয়েন্টি আজ উজ্জীবিত বাংলাদেশের সামনে ভঙ্গুর জিম্বাবুয়ে এ জে মোহাম্মদ আলীর সম্মানে বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ টানা ৮ দফা কমার পর ফের বাড়লো সোনার দাম উপজেলা পরিষদ নির্বাচন সরকারের পাতানো ফাঁদ: আব্বাস

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন আজ শুরু

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৩৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: ঢাকা আইনজীবী সমিতির ২০১৭-১৮ কার্যবর্ষের নির্বাচন শুরু হয়েছে।

আজ সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে একই নিয়মে আবারও ভোট গ্রহণ শুরু হবে। ভোট গ্রহণ শেষে রাতেই ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে।

এ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল এবং বিএনপি সমর্থিত নীল প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে। নির্বাচন সামনে রেখে উভয় দলই প্যানেলকে জয়ী করতে ব্যাপক প্রচারণা চালিয়েছে। ২০ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে। দুই প্যানেলের মধ্যে হাড্ডাহাডি লড়াই হবে বলে সকলে মনে করছেন। উভয় পক্ষ নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করেছে।

এই নির্বাচনকে বিএনপি সমর্থিত নীল প্যানেল ঘুরে দাঁড়ানোর এবং আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল তাদের এগিয়ে যাওয়ার মিশন হিসেবে গণ্য করছে। কারণ, গত ২০১৬-১৭ কার্যবর্ষের নির্বাচনে ২৭টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদে আওয়ামী লীগ জয়লাভ করে। অন্যদিকে বিএনপি মাত্র ৬টি পদে জয়লাভ করে।

বিএনপির মধ্যে কোনো বিভক্তি না থাকায় প্রায় এক মাস আগে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল থেকে প্যানেল ঘোষণা করা হলেও আওয়ামী লীগ গত ২৬ জানুয়ারি তাদের প্রার্থিতা ঘোষণা করে।

সাদা প্যানেল প্রথমে অ্যাডভোকেট আব্দুর রহমান হাওলাদারকে সভাপতি পদের জন্য এবং মো. মিজানুর রহমান মামুনকে সাধারণ সম্পাদক পদের জন্য প্রার্থী ঘোষণা করে। পরে মিজানুর রহমান মামুনকে বাদ দিয়ে বর্তমান সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমানকেই সাধারণ সম্পাদক পদে প্রার্থী ঘোষণা করে। এ ছাড়া বঙ্গবন্ধু আইনজীবী সমিতির ব্যানারে অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান নামে আওয়ামী লীগের একজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন।

এবার নির্বাচনে ২৭টি পদের বিপরীতে মোট ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ১৬ হাজার ১৮২ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন সম্পর্কে ঢাকা আইনজীবী সমিতির সাদা প্যানেলের প্রাক্তন সভাপতি সৈয়দ রেজাউর রহমান বলেন, ‘আমরা সাদা প্যানেল আশা করছি সংখ্যাগরিষ্ঠতা লাভ করব। ২৭টি পদের মধ্যে আমরা সংখ্যাগরিষ্ঠতা লাভ করব।’ সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংখ্যাগরিষ্ঠতা লাভ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

অপরদিকে নীল প্যানেলের প্রাক্তন সভাপতি সানাউল্লাহ মিয়া নির্বাচন আসন্ন হওয়ায় তেমন কিছু বলেননি। তবে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন।

সাদা প্যানেলের অপর প্রার্থীরা হলেন সিনিয়র সহ-সভাপতি পদে কাজী শাহানারা ইয়াসমিন, সহ-সভাপতি পদে মো. মঞ্জুর আলম মঞ্জু, ট্রেজারার পদে মো. হাসিবুর রহমান দিদার, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান তালুকদার দিপু, সহ-সাধারণ সম্পাদক পদে মো. কামাল হোসেন পাটোয়ারী, লাইব্রেরি সম্পাদক পদে এম মনিরুজ্জামান মানিক, সাংস্কৃতিক সম্পাদক পদে আফরোজা ফারহানা আহমেদ অরেঞ্জ, দপ্তর সম্পাদক পদে আব্দুর রশিদ, সমাজকল্যাণ সম্পাদক পদে প্রহলাদ চন্দ্র সাহা পলাশ এবং খেলাধুলা সম্পাদক পদে সাদিয়া আফরীন শিল্পী।

সদস্য পদে মুস্তাফিজুর রহমান সুজন, মো. মোশারফ হোসেন ভূইয়া মিশু, মো. আল আমিন সরকার, সুমন মিয়া, ওয়েছ আহমেদ কায়েছ, শেখ সাইফুর রহমান সুমন, সজয় চক্রবর্তী, মো. সাইফুজ্জামান টিপু, মো. আহসান হাবীন, সাদিয়া আফরোজা, সাবিনা আক্তার দিপা, মির্জা মো. জামাল হোসেন, মো. খায়রুল ইসলাম, মাহমুদুল হাসান অমি ও মো. খোরশেদ আলম পারভেজ।

নীল প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি পদে মো. খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মো. আজিজুল ইসলাম খান বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি মো. রুহুল আমীন, সহ-সভাপতি পদে কাজী মো. আবুল বারিক, ট্রেজারার পদে মো. লুৎফর রহমান আজাদ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদের সৈয়দ নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে মো. সারোয়ার কাওসার রাহাত, লাইব্রেরি সম্পাদক পদে মো. আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সম্পাদক পদে শাহনাজ বেগম শিরীন, দপ্তর সম্পাদক পদে মো. আফানুর রহমান রুবেল, সমাজকল্যাণ সম্পাদক পদে এম এ বি এম খায়রুল ইসলাম লিটন এবং ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মাদ জহিরুল ইসলাম কাইয়ুম।

সদস্য পদে আবু হেনা কাউছার, মো. আরিফ হোসেন তালুকদার, মো. আনোয়ার পারভেজ কাঞ্চন, মো. শহিদুল্লাহ, মো. শাহীন হোসেন, মো. শওকত উল্লাহ, মোহাম্মাদ আবুল কাশেম, মোস্তফা সারওয়ার মুরাদ, মোস্তারী আক্তার নূপুর, মোসাম্মৎ মিনারা বেগম রিনা, মোসাম্মৎ জেবুন্নেছা খানম জীবন, পান্না চৌধুরী, শাহনাজ পারভীন, সৈয়দ মো. মাঈনুল হোসেন অপু ও তামান্না খানম ইরিন।

বিগত তিন বছরের নির্বাচন পর্যবেক্ষণ করলে দেখা যায়, ২০১৪-১৫ কার্যবর্ষের নির্বাচনে সাদা প্যানেল ২৫টি পদের মধ্যে শুধু ৬টি সদস্য পদে এবং ২০১৫-১৬ কার্যবর্ষের নির্বাচনে সিনিয়র সহ-সভাপতিসহ ৫টি পদে জয়ী হয়। তবে ২০১৬-১৭ সালের কার্যবর্ষের নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৭টি পদের মধ্যে ২১টি পদে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।

বাংলা৭১নিউজ/এম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com