শনিবার, ০৪ মে ২০২৪, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
উদ্যোক্তারাই দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রগতির কাণ্ডারি মৎস্যসম্পদ রক্ষা করে বৈদেশিক মুদ্রা অর্জনের চেষ্টা করতে হবে ফ্ল্যাটের ভুয়া দলিল দেখিয়ে শত কোটি টাকা ব্যাংক ঋণ নেয় চক্রটি চার জেলার সড়কে ঝরলো ১০ প্রাণ মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডিবিতে ডাকা হয়েছে : হারুন সরকার পরিচালনাকারী সবাই ফেরেশতা নয় : তথ্য প্রতিমন্ত্রী ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা করার প্রস্তাব পেঁয়াজ রপ্তানি থেকে নিষেধাজ্ঞা তুলল ভারত তীব্র দাবদাহ বিপুল নকল ওরস্যালাইন জব্দ, গ্রেফতার ৩ জন ‘মুসলিমদের একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে ভূমিকা রাখবে’ বনানীতে ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক আজই শিরোপা উৎসবে মেতে উঠতে পারে রিয়াল মাদারীপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত ষড়যন্ত্র নয়, সবাই আন্দোলনের জন্য একাত্ম হচ্ছে : মঈন বাইডেনের মন্তব্য দুর্ভাগ্যজনক: জাপান শিক্ষকের মর্যাদা-বেতন বাড়ানো নিয়ে কাজ চলছে: শিক্ষামন্ত্রী ব্রাজিলে বন্যায় নিহত ৩৯, নিখোঁজ ৭০ বাংলাদেশের সাথে গাম্বিয়ার বাণিজ্য ও কৃষি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ তীব্র দাবদাহে মরছে মাছ, দিশেহারা চাষিরা ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে ১৫ জনের মৃত্যু

ঢাকাকে ছুঁয়ে ফেলেছে তামিমের কুমিল্লা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ২২ জানুয়ারী, ২০১৯
  • ১৩৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: দারুণ জয়ে ঢাকাকে ছুঁয়ে ফেলেছে তামিমের কুমিল্লা। টার্গেট ছিল ১৫৪ রান। এই রান তাড়া করে সহজেই জয় পাওয়ার কথা ঢাকা ডায়নামাইটসের। অথচ এই ম্যাচেই কি না হেরে বসেছে সাকিব আল হাসানের দল। কুমিল্লা ভিক্টোরিয়ানের কাছে তারা হেরেছে সাত রানে।

আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের জয়ে ঢাকাকে ছুঁয়ে ফেলেছে কুমিল্লা। এখন দুই দলের সংগ্রহ ১০ পয়েন্ট করে।

অবশ্য এদিন ঢাকার বোলাররা দারুণ নৈপুণ্য দেখালেও ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেননি। এক আন্দ্রে রাসেল (৪৬) ছাড়া অন্য সবাই ব্যর্থ হয়েছেন। তাই এই মাঝারি লক্ষ্যও টপকাতে পারেনি।

কুমিল্লার দুই বিদেশি বোলার থিসারা পেরেরা ও শহীদ আফ্রিদি দারুণ বল করে তাদের সাফল্যের পথে বাধা হয়েছেন। পেরেরা তিনটি এবং আফ্রিদি দুই উইকেট পান।

এর আগে কুমিল্লা প্রথমে ব্যাট করতে নেমে ১৫৩ রান করে। তাদেরও শুরুটা ছিল বাজে। দ্রুত সাজঘরে ফেরেন ওপেনার এনামুল হক (১) ও অধিনায়ক ইমরুল কায়েস (৭)। তবে ঢাকার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে রুখে দাঁড়ান জাতীয় দলের তারকা ওপেনার তামিম, তিনি ২৯ বলে ৩৪ রান করেন।

এরপর শামসুর রহমান ৪৮ ও থিসারা পেরেরা ২৬ রান করে দলকে সম্মানজনক সংগ্রহের পথ দেখান। তবে শেষ দিকে দ্রুত উইকেট না হারালে সংগ্রহটা আরো বড় হতে পারত।

তামিমদের বড় সংগ্রহের পথে বাধা হয়ে দাঁড়ান সাকিব আল হাসান। চার ওভার বল করে ২৪ রান দিয়ে তিন উইকেট তুলে নেন তিনি। এ ছাড়া আন্দ্রে রাসেল ও রুবেল হোসেন দুটি করে উইকেট নেন।

এর আগে প্রথম ম্যাচে খুলনা টাইটানসকে ছয় উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রংপুর রাইডার্স। খুলনার ১৮১ রানের জবাবে মাশরাফির রংপুর চার  উকেটে হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এই হারে আসরে খুলনার সব সম্ভাবনা অনেকটাই শেষ হয়ে গেছে। তারা আট ম্যাচ খেলে সাতটিতেই হেরেছে।

বাংলা৭১নিউজ/একে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com