শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বাগেরহাটে ট্রাকচাপায় ৩ ভ্যানযাত্রী নিহত কেকেআরের ২৬১ রান টপকে পাঞ্জাবের অনবদ্য এক জয় অনিয়মের মাধ্যমে নামজারি অনুমোদন, বেতন কমলো এসিল্যান্ডের সীমান্ত স্কয়ারে মোবাইলের দোকানে আগুন শেরে বাংলার কর্মপ্রচেষ্টা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে আওয়ামী লীগ নয়, ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করে বিএনপি শেরে বাংলা এ কে ফজলুল হক ছিলেন গণমানুষের নেতা: রাষ্ট্রপতি দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংক নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত ২০০ পিস ইয়াবাসহ গৃহবধূ গ্রেপ্তার : কারাগারে প্রেরণ সাঁথিয়ায় অগ্রণী ব্যাংক থেকে ১০ কোটি টাকা উধাও: গ্রেফতার ৩ বঙ্গোপসাগরে কার্গো জাহাজডুবি, ১২ নাবিক নিখোঁজ নির্বাচনে হস্তক্ষেপ ঠেকাতে প্রতিমন্ত্রী পলকের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট মানিকগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ রোববার খুলছে স্কুল-কলেজ, বন্ধ থাকবে অ্যাসেম্বলি ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারাগার থেকে পালালো শতাধিক বন্দি চুয়েট বন্ধ ঘোষণা, ক্ষোভে বাসে আগুন দিলেন শিক্ষার্থীরা সিরাজগঞ্জে তিন মাদক কারবারির যাবজ্জীবন চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড

ডেসটিনির পরিচালক স্বপনের তিন বছর কারাদণ্ড

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ৯ জুলাই, ২০১৮
  • ৮৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: দুর্নীতি দমন কমিশনে (দুদক) সম্পদ বিবরণী হিসাব জমা না দেয়ার মামলায় (নন সাবমিশন) ডেসটিনি-২০০০ লিমিটের পরিচালক মোহাম্মদ মেজবাহ উদ্দিন স্বপনের তিন বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক মো. শহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যুসহ গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়েছে।

দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, এ মামলায় আদালতে সকল সাক্ষীরাই সাক্ষ্য দিয়েছেন। মামলার আসামি শুরু থেকেই পলাতক রয়েছেন।

আদালত সূত্র জানায়, মোহাম্মদ মেজবাহউদ্দিন স্বপনের বিরুদ্ধে সুনিদিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে সম্পদ বিবরণী নোটিশ ইস্যু করে দুদক। ২০১৬ সালের ১০ এপ্রিল স্বপনকে সম্পদের নোটিশ দেয়া হয়। এরপরও সম্পদের হিসাব কমিশনে দাখিল না করায় ওই বছরের ২৮ জুন রাজধানীর রমনা থানায় এ মামলাটি দায়ের করে দুদক। দুদকের সহকারী পরিচালক মোজাম্মিল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ২০১৭ সালের ২০ মার্চ ওই একই কর্মকর্তা আদালতেএ মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। ওই বছরের ২৭ আগস্ট আসামির বিরুদ্ধে চার্জ (অভিযোগ) গঠন করেন আদালত। মামলায় ৯ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে।

প্রসঙ্গত, ২০১২ সালের ৩১ জুলাই দুদকের উপপরিচালক মো. মোজাহার আলী সরদার ও মো. তৌফিকুল ইসলাম বাদী হয়ে রাজধানীর কলাবাগান থানায় ২২ জনের বিরুদ্ধে ওই মামলা দুটি দায়ের করেন। তদন্তে শেষে ২০১৪ সালের ৪ মে দুটি মামলায় গ্রাহকদের মোট চার হাজার ১১৯ কোটি ২৪ লাখ এক হাজার ১৮২টাকা আত্মসাত পূর্বক পাচারের দায়ে ডেসটিনির ৫১ কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক।

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com