শনিবার, ০৪ মে ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা করার প্রস্তাব পেঁয়াজ রপ্তানি থেকে নিষেধাজ্ঞা তুলল ভারত তীব্র দাবদাহ বিপুল নকল ওরস্যালাইন জব্দ, গ্রেফতার ৩ জন ‘মুসলিমদের একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে ভূমিকা রাখবে’ বনানীতে ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক আজই শিরোপা উৎসবে মেতে উঠতে পারে রিয়াল মাদারীপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত ষড়যন্ত্র নয়, সবাই আন্দোলনের জন্য একাত্ম হচ্ছে : মঈন বাইডেনের মন্তব্য দুর্ভাগ্যজনক: জাপান শিক্ষকের মর্যাদা-বেতন বাড়ানো নিয়ে কাজ চলছে: শিক্ষামন্ত্রী ব্রাজিলে বন্যায় নিহত ৩৯, নিখোঁজ ৭০ বাংলাদেশের সাথে গাম্বিয়ার বাণিজ্য ও কৃষি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ তীব্র দাবদাহে মরছে মাছ, দিশেহারা চাষিরা ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে ১৫ জনের মৃত্যু ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ, ‌আহত ৩৫ ১০ টাকা দিয়ে টিকিট কেটে চোখ দেখালেন প্রধানমন্ত্রী বাবার মতো রাজনীতিতে নামছেন সোনাক্ষী? কোথায় বৃষ্টি কোথায় তাপপ্রবাহ, জানালো আবহাওয়া অধিদপ্তর হাওরে ধান কাটা উৎসবে মাতোয়ারা কৃষক ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প

টাইগারদের ৯ উইকেটে হারিয়ে ফাইনালে ভারত

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭
  • ৭১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ ডেস্ক:
বাংলাদেশের বোলাররা তেমন কিছুই করতে পারলেন না। শেষ পর্যন্ত ৯ উইকেট হাতে রেখেই ভারত বাংলাদেশের ২৬৪ রান টপকে গেল। দ্বিতীয় উইকেটে রোহিত শর্মা ও বিরাট কোহলির অবিচ্ছিন্ন থেকে শেষ করেন খেলা। ১৭৮ রান তোলেন তারা। রোহিত অপরাজিত থাকেন ১২৭ রানে। ১২৯ বলের ইনিংসে তিনি ১৫ চার ও এক ছক্কা হাঁকান। ২০১৫ বিশ্বকাপেও তিনি বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছিলেন। আর কোহলি সেঞ্চুরি মিস করেন মাত্র চার রানের জন্য। ৭৮ বলে ৯৬ রান করেন ১৩ চারে। ম্যাচসেরাও হন রোহিত শর্মা। রোববার ফাইনালে ভারত মুখোমুখি হবে পাকিস্তানের বিপক্ষে।
ভারতের ৮৭ রানের ওপেনিং জুটি ভাঙলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ১৪.৪তম ওভারে বাংলাদেশের পেসার মাশরাফির ডেলিভারিতে পয়েন্টে মোসাদ্দেক হোসেনের হাতে ক্যাচ দেন শিখর ধাওয়ান। মারকুটে ইনিংসে ৩৪ বলে ৪৬ রান করেন এ ভারতীয় ওপেনার। এতে ধাওয়ান হাঁকান ৭টি চার ও একটি ছক্কা। এতে আসরে সর্বাধিক রান সংগ্রহে বাংলাদেশের ওপেনার তামিম ইকবালকে ছাড়িয়ে যান তিনি। আসরে চার ইনিংসে ধাওয়ানের সংগ্রহ ৩১৭ রান। চার ম্যাচে তামিম ইকবালের সংগ্রহ ২৯৩।
১০ ওভারে ভারত ৬৩/০
ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান দারুণ শুরু করেছেন। তারা বাংলাদেশের বোলারদের কোন পাত্তাই দিচ্ছেন না। ১০ ওভারে তারা তুলে নিয়েছে ৬৩ রান। ধাওয়ান ৩২ আর রোহিত করেছেন ৩১ রান।
ভারতের টার্গেট ২৬৫
নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৪ রান করতে পেরেছে বাংলাদেশ। জিততে হলে ভারতকে ২৬৫ রান করতে হবে। ২২৯ রানে ৭ উইকেট হারানোর পর অষ্টম উইকেটে মাশরাফি ও তাসকিন অপরাজিত থেকে ৩৬ রান যোগ করেন। অধিনায়ক মাশরাফি ২৫ বলে ৩০ রান করেন ্টার তাসকিন ১৪ বলে করেন ১০ রান। এর আগে মাহমুদুুল্লাহ ও মোসাদ্দেক সুবিধা করতে পারেন নি। মাহমুদুল্লাহ ২৫ বলে ২১ আর মোসাদ্দেক ২৬ বলে ১৫ রান করেন। ভারতের বুমরাহ, ভুবনেশ্বর ও কেদার যাদব ২টি করে উইকেট নেন।
অল্প ব্যবধানে বিদায় তামিম-সাকিব-মুশফিকের
২৫ রানের ব্যবধানে উইকেট দিয়ে সাজঘরে ফিরলেন তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহীম। দলীয় ২৮তম ওভারের শেষ বলে দলীয় ১৫৪ রানে উইকেট দেন ওপেনার তামিম ইকবাল। তৃতীয় উইকেটে ১২৩ রানের জুটি গড়েন তামিম ও মুশফিক।
৩৪.২তম ওভারে ভারতীয় বাঁ-হাতি স্পিনার রবীন্দ্র জাদেজার ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাকিব। ব্যক্তিগত ৬১ রানে বিরাট কোহলির হাতে ক্যাচ দেন মুশফিক। তামিম ও মুশফিকের উইকেট নেন ভারতের অকেশনাল স্পিনার কেদার যাদব।

এর আগে চার হাঁকিয়ে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন তামিম ইকবাল। ৬২ বলের ইনিংসে তামিম হাঁকান চারটি বাউন্ডারি ও একটি ছক্কা। আর ২৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ পৌঁছে ১৪২/২-এ। বল হাতে দাপুটে চেহারা দেখাচ্ছিলেন ভুবনেশ্বর কুমার। তবে ভারতের এই সুইং বোলারের টানা তিন ডেলভারিতে চার হাঁকালেন মুশফিকুর রহীম। ১০ ওভারের শেষে বাংলাদেশের সংগ্রহ পৌঁছে মেঘলা আকাশের নিচে ব্যাট হাতে ইনিংসের শুরুতে ধৈর্য্য দেখানোর দরকার ছিল বাংলাদেশের।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com