বাংলা৭১নিউজ,এম. নাজিম উদ্দিন,পটুয়াখালী প্রতিনিধি: জাতীয় পর্যায় শ্রেষ্ঠ মেধাবী বাউফলের বিলবিলাস আবদুর রশিদ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র মাহিন মুনতাসিরকে সংবর্ধনা দিয়েছেন ভালবাসি বাউফল সংগঠন।
বৃহস্পতিবার দুপুরে পাবলিক মাঠ সংলগ্ন রান্নাঘর ফাস্ট ফুড এন্ড চাইনিজ রেস্টুরেন্টে এ সংবর্ধনা দেয়া হয়। ভালবাসি বাউফল সংগঠনের সভাপতি মো. আশরাফ আলী খান বাচ্চু’র সাভাতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এ এফ এম আবু সুফিয়ান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সামছুল আলম মিয়া, উপজেলা শিক্ষা অফিসার মো. রিয়াজুল হক,সমাজসেবা কর্মকর্তা মো. মনিরুজ্জামান,মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া,মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম,একাডেমিক সুপারভাইজার কে.এম সোহেল রানা, অধ্যাপক হুমায়ুন কবির, মাহিন মুনতাসিরের বাবা সহকারি শিক্ষক আবদুল্লাহ আল মামুন ও মা সহকারি শিক্ষক পারভীন আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে এ ছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক,সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণীর মানুষ। উল্লেখ্য গত ০৩-০৫-১৮ ইং বৃহস্পতিবার ঢাকার আজিমপুর সরকারি গার্লস স্কুল এ্যান্ড কলেজে জাতীয় পর্যায় ২০১৮ সালের সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় মাহিন মুনতাসির সেরা মেধাবী নির্বাচিত হয়েছে। ওই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বাংলা৭১নিউজ/জেএস