বাংলা৭১নিউজ, লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, দেশ থেকে জঙ্গীবাদ, সন্ত্রাস দুর করতে হলে ছাত্রলীগে এগিয়ে আসতে হবে। কারণ বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস বড় গৌরবের ইতিহাস। বঙ্গবন্ধু হাতে গড়া সংগঠন ছাত্রলীগ এদেশে গণমানুষের সংগঠনে রূপ লাভ করেছে।
ছাত্রলীগ সরকারের প্রত্যেকটি কাজে সহযোগিতা করছে আসছে। দেশ থেকে সন্ত্রাস, নাশকতা, জঙ্গি ও মৌলবাদ বিরোধী উৎখাত করতে বালাদেশ ছাত্রলীগকে কাজ করতে হবে। তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দ্যেশে বলেন, ছাত্রলীগ করেন বঙ্গবন্ধু আদর্শে। শিক্ষার পাশাপাশি সমাজ পরিবতনের জন্য ছাত্রদের আরো বেশি করে কাজ করতে হবে।
এদেশের ছাত্রসমাজ যেন মাদকাসক্ত না হয় সেই দিকে ছাত্রদের নজর দিতে হবে। তিনি ছাত্র সমাজে প্রতি উদ্ধাত্থ আহবান জানিয়ে বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর মত আর্দশ দেশ প্রেমিক নেতা হতে হবে। বঙ্গবন্ধুর কন্যা এদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
তিনি মঙ্গলবার সন্ধ্যায় পঞ্চগড়ের বোদা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জঙ্গী, সন্ত্রাস, মৌলবাদ বিরোধী এক ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা ছাত্রলীগের সভাপতি অমিয় আলম অমির সভাপতিত্বে ছাত্র সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এটিএম সায়েম লিয়ন, উপ-আইন বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন, জেলা কমিটির সভাপতি মোঃ আক্তারুজ্জামান আক্তার, সাধারণ সম্পাদক মারুফ রায়হান। এ সময় বোদা উপজেলার ১০টি ইউনিয়ন সহ পৌর ছাত্রলীগের সকল স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/জেএস