রবিবার, ০৫ মে ২০২৪, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
টানা ৮ দফা কমার পর ফের বাড়লো সোনার দাম উপজেলা পরিষদ নির্বাচন সরকারের পাতানো ফাঁদ: আব্বাস আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিটের উৎপাদন বন্ধ এবি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা রূপালী ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত রোববার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে সমাবেশের ডাক ছাত্রলীগের ৮ মের উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে যে নির্দেশনা দিল ইসি ফের বাংলাদেশে আশ্রয় নিলো মিয়ানমারের ৪০ বিজিপি সদস্য ট্রেন সার্ভিসের মাধ্যমে রাজধানীর চাপ কমে আসবে: চিফ হুইপ মৌলভীবাজারে পুলিশের বাধায় ছাত্রদলের মিছিল পণ্ড প্রেমের ফাঁদে ফেলে ৩০ লাখ টাকা চাঁদা আদায়, গ্রেফতার ৭ পদ্মা-মেঘনায় মিলছে না ইলিশ, হতাশ জেলেরা ‘উপজেলা নির্বাচনে প্রভাব খাটালে ব্যবস্থা নেওয়া হবে’ উত্তরায় লেক থেকে দুই স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার রাশিয়ার সাথে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো : মস্কো খিলগাঁওয়ে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ১৪ দিন পর ডেঙ্গুতে শিশুসহ ৩ জনের মৃত্যু হাসপাতালের ভবনের ফাঁক দিয়ে পড়ে রোগীর মৃত্যু রোববার থেকে আপিল বিভাগের দুটি বেঞ্চে চলবে বিচারকাজ

চর ভদ্রাশনে গ্রীন এনার্জি ফাউন্ডেশনের সৌর বাতি বিতরণ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮
  • ৮৭৩ বার পড়া হয়েছে
চর ভদ্রাশনের হাজারবিঘার চরে সৌর বাতি বিতরণ করছেন ব্রাইট গ্রীন এনার্জি ফাউন্ডেশনের চেয়ারম্যান দীপাল বড়ুয়া।

 বাংলা৭১নিউজ,ফরিদপুর প্রতিনিধি: মানবতার জন্য আলো এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুর জেলার চর ভদ্রাশনের হাজার বিঘার চর দ্বীপে দুই হাজার সৌর বাতি বিতরণ করা হয়েছে।

রাতের আধারে স্বাস্থ্যকেন্দ্র পরিচালনা, শিশুর লেখাপড়ার বিকাশ ও শ্রমজীবী দরিদ্র মহিলাদের মাঝে এই বাতি বিতরণ করেন ব্রাইট গ্রীন এনার্জি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দীপাল বড়ুয়া।

“জায়েদ সাস্টেনিবিলিটি প্রাইজ”এর আহবানে বিশ্বব্যাপী বিভিন্ন শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠাণ এবং দরিদ্রজনগোষ্ঠির মাঝে ১০ হাজার সৌর বাতি বিতরণের যে কর্মসূচি নেওয়া হয়েছে, তারই অংশ হিসাবে বাংলাদেশেও এই বাতি বিতরণ করা হলো। এবছর বিশ্বের ৫টি দেশে এই বাতি বিতরণ করা হয়। যার মধ্যে বলিভিয়া, কেনিয়া ও বাংলাদেশ রয়েছে। আগামী ৯ জানুয়ারি ফাউন্ডেশনের মূল অনুষ্ঠাণটি হবে সংযুক্ত আরব আমিরাতে। মৃত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।

জায়েদ সাস্টেনিবিলিটি ফাউন্ডেশনের আওতায় বিভিন্ন খাতে প্রতিবছর সাড়ে ৪ মিলিয়ন ডলার পুরস্কার প্রদান করা হয়। ২০০৯ সালে নবায়নযোগ্য জ্বালানির উপর বিশেষ অবদান রাখার জন্য জনাব বড়ুয়া বাংলাদেশের হয়ে  প্রথম  এই পুরস্কার পান।

সৌর বাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপাল বড়ুয়া বলেন, হাজারবিঘার চর দ্বীপে স্কুল শিক্ষার্থী, স্থানীয় দোকানদার, জেলে ও তাদের পরিবার, নারী ও শিশুসহ স্থানীয় কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের কর্মীদের মাঝে যে সৌর বাতি বিতরণ করা হলো, এর মধ্যে দিয়ে এখানকার দরিদ্রজনগোষ্ঠি অনেকটাই উপকৃত হবেন।

জায়েদ সাস্টেনিবিলিটি পুরস্কারের পরিচালক ডঃ লামা ফাওয়াজ বলেন, ‘গাইডিং লাইট’ প্রচারাভিযান বিশ্বব্যাপী ইতিবাচক সামাজিক পরিবর্তন আনবে। আমরা এই কর্মসূচির মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠির রাতের আধারকে আলোকিত করে দিতে চাই। আশা করি, চর ভদ্রাশনের বিদ্যুৎ সুবিধা বঞ্চিত জনগোষ্ঠি আংশিক হলেও এই বাতির মাধ্যমে উপকৃত হবেন।

উল্লেখ্য, “জায়েদ সাস্টেনিবিলিটি ফাউন্ডেশন” ২০১৯ সালের এপ্রিলে স্বাস্থ্য, খাদ্য, জ্বালানি, পানি, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করবে।

বাংলা৭১নিউজ/এমকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com