বাংলা৭১নিউজ, শাহরিয়ার শাকির, শেরপুর প্রতিনিধি: প্রয়াত কৃতি ফুটবলার গোলাম মোস্তফার স্মরণে শেরপুরের শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা স্কুল মাঠে রাণীশিমুল ইউনিয়ন পরিষদের উদ্যোগে গোলাম মোস্তফা স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০১৮ শুরু হয়েছে। শুক্রবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রনালয়ের সচিব ব্রিগেডিয়ার (অব:) খোরশেদ আলম এ টূর্ণামেন্ট এর উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড: মল্লিক আনোয়ার হোসেন, সহকারী পুলিশ সুপার মিথুন সরকার ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন প্রমুখ।
পররাষ্ট্র সচিব বলেন, ফুটবলের আগের মাঠ এখন আর নেই। যেখানে নামী দামী ফুটবলাররা খেলতো। এরপরেও যেসব মাঠ আছে তা ধরে রাখতে হবে। তিনি বলেন আমাদের দেশের অনুর্ধ-১৬ ফুটবলের সাফল্যে প্রধানমন্ত্রী খুবই আশান্বিত হয়েছেন। এখন আমাদের সুযোগ সৃষ্টি হয়েছে, ফুটবলে জাতীয় পর্যায়ে সুযোগ পেতে পারে আমাদের ছেলেরা।
পরে টূর্ণামেন্টের উদ্বোধনী খেলায় শেরপুরের রাইজিং স্পোর্টিং ক্লাব ভায়াডাঙ্গা এফসিকে ৫-০ গোলে পরাজিত করে শুভ সুচনা করে।
টূর্ণামেন্টে ৪টি গ্রুপে ১২টি দল অংশ গ্রহণ করবে। প্রথম পর্বের খেলা লীগ পদ্ধতি এবং পরবর্তীতে কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল ও ফাইনাল খেলা হবে নকআউট পদ্ধতিতে।
আয়োজকরা আশা করছেন এ খেলার মাধ্যমে এ এলাকায় ফুটবল খেলার প্রাণ ফিরে আসবে।
বাংলা৭১নিউজ/জেএস