বাংলা৭১নিউজ, ময়মনসিংহ প্রতিনিধি: গফরগাঁও পৌরসভাসহ উপজেলার ১৫টি ইউনিয়নে বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে সোমবার দিনব্যাপী । এ উপলক্ষ্যে সকালে গফরগাঁও ইসলামিয়া সরকারী হাই স্কুল প্রাঙ্গনে কুচকাওয়াজ প্রতিযোগিতায় আয়োজন করা হয় । এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এতে অংশ গ্রহণ করেন । অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-১০(গফরগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এমপি ও বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন (বাদল), পৌর মেয়র ইকবাল হোসেন (সুমন), উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ শামীম রহমান, জাতীয় সংসদ সদস্যর একান্ত সচিব মোঃ মাসুদ হোসেন সোহেল ,গফরগাঁও ইসলামিয়া সরকারী হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম শিকদার ।উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
বাংলা৭১নিউজ/জেএস