বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৫:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীবাহী বাস থেকে ৭টি স্বর্ণের বারসহ চোরকারবারি আটক আমন মৌসুম থেকেই চাল ছাঁটাই ও পলিশ বন্ধ করা হবে : খাদ্যমন্ত্রী টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ১০ বাংলাদেশি জেলেকে অপহরণের অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে শনিবার থেকে খোলা স্কুল-কলেজ: শিক্ষা মন্ত্রণালয় ইসলামী ব্যাংকে বৈদেশিক মুদ্রা জমা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা শেয়ার ছাড়বে রূপালী ব্যাংক নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু বিএনপির নয় আওয়ামী লীগের নেতারা দেশ ছাড়ছেন : রিজভী মামলা হলে মিল্টনের স্ত্রীকেও গ্রেফতার করা হবে : ডিবি প্রধান হারুন যুক্তরাষ্ট্রের অভিযোগ ইউক্রেন যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে রাশিয়া যুক্তরাষ্ট্রকে নিজের ঘর সামলাতে বললেন প্রধানমন্ত্রী ভারতে ৫১ বছরের রেকর্ড ভাঙলো দাবদাহ, তাপমাত্রা ছাড়ালো ৪৭ ডিগ্রি ৫ বিভাগে বৃষ্টি হতে পারে শুক্রবার স্কুল খোলা না বন্ধ, জানাল শিক্ষা মন্ত্রণালয় ফিলিস্তিনকে তাদের জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে: খামেনি দক্ষিণপূর্ব এশিয়ার স্বাস্থ্য খাতে সমন্বিত নেতৃত্বের আহ্বান সায়মা ওয়াজেদ পুতুলের রাজবাড়ীতে লাইনচ্যুত ট্রেন উদ্ধার, ৩ ঘণ্টা পর যোগাযোগ স্বাভাবিক ঢাকায় পরিবহনে চাঁদাবাজি, মূলহোতাসহ গ্রেফতার ১১

খুলনা সিটি নির্বাচন: ফলফল ঘোষণার পর প্রতিক্রিয়া জানাবে বিএনপি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ১৫ মে, ২০১৮
  • ৯৫ বার পড়া হয়েছে
ফাইল ছবি

বাংলা৭১নিউজ, ঢাকা: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী অভিযোগ করেছেন, খুলনা সিটির সব কেন্দ্রে ক্ষমতাসীন দলের ক্যাডাররা আইন-শৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ মদদে নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নেয়ার চেষ্টা চালিয়েছে।

রিজভী বলেন, প্রাপ্ত তথ্য অনুযায়ী আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের দখলে নেয়া ভোট কেন্দ্রের সংখ্যা ১৫০টির অধিক।  দিনভর অনিয়মের অভিযোগ করলেও ফল ঘোষণা শেষে দলের পক্ষ থেকে চূড়ান্ত প্রতিক্রিয়া জানানো হবে বলে জানান তিনি।  এছাড়া এতগুলো ভোট কেন্দ্র নিয়ে অভিযোগ করলেও মাত্র কয়েকটি কেন্দ্রের পরিস্থিতি সংবাদ সম্মেলনে তুলে ধরেন বিএনপির এ নেতা।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তৃতীয় দফা নির্বাচন পর্যবেক্ষণ প্রতিক্রিয়ায় রিজভী এ কথা বলেন।

রিজভী বলেন, বিভিন্ন সূত্রে জানতে পেরেছি খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বেলা আড়াইটা থেকে ৪টায় ভোট শেষ হওয়া পর্যন্ত কেন্দ্রগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রহরায় নৌকা প্রার্থীর পক্ষে একচেটিয়া সিল মারার নির্দেশ দিয়েছেন খুলনা পুলিশ কমিশনার। ভোট এরকমই হবে বলে নৌকার প্রার্থী নিশ্চিত ছিলেন। সে কারণেই তিনি নির্বাচনের দু’দিন আগে ভোটে জেতার শুভেচ্ছা জানিয়ে দেয়ালে দেয়ালে পোস্টার সেঁটেছেন।

প্রত্যেকটা ভোট কেন্দ্রে ক্ষমতাসীনরা হানা দিয়েছে উল্লেখ করে রিজভী বলেন, প্রত্যেকটিতেই কমবেশি হানা দিয়েছে। এর মধ্যে গুরুতর হচ্ছে ১৫০টির অধিক।

রিজভী বলেন, বর্তমান অবৈধ সরকার ক্ষমতায় থাকলে কোনো দিনই দূষণমুক্ত নির্বাচন হবে না। সরকার, আইন-শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন ও আওয়ামী সশস্ত্র ক্যাডাররা একই নৌকার যাত্রী।  যার কারণে ভোট ডাকাতির নির্বাচনকেই আদর্শ নির্বাচন হিসেবে তারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে।

রিজভী বলেন, শেখ হাসিনার রাজত্বে গণতন্ত্র এখন ছিন্নমূলে পরিণত হয়েছে। সরকার মূলত: দেশবাসীর রক্ত পান করতে করতে দেশকে ভাগাড়ে পরিণত করেছে। ভোটারবিহীন সরকারের নিরবচ্ছিন্ন ভোটাধিকার হরণের ধারায় জনগণের অন্তহীন আর্তি এখন আকাশে-বাতাসে ধ্বনিত হচ্ছে। আজকের ভোট সন্ত্রাসের ঘটনায় খুলনা সিটি কর্পোরেশনের ভোটাররা ব্যথিত, বঞ্চিত, অপমানিত।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক মো. মুনির হোসেন, তাইফুল ইসলাম টিপু, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com