শনিবার, ০৪ মে ২০২৪, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দ্বাদশ সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী-মন্ত্রীদের জন্য ৯৪০ প্রশ্ন ভরিতে আরও ১৮৭৮ টাকা কমলো সোনার দাম সব প্রার্থী আমাদের কাছে সমান: ইসি আলমগীর টোল আদায়ে দুর্নীতি, দুদকের হস্তক্ষেপে ইজারা বাতিল রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী জনগণের ভোটাধিকার নিশ্চিত করেই আ.লীগ ক্ষমতায় এসেছে : কাদের এপ্রিলে নির্যাতনের শিকার ১৯৩ নারী-শিশুকন্যা ৯ মে পর্যন্ত চলবে সংসদের দ্বিতীয় অধিবেশন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ মৃত ব্যক্তিদের জাল সনদ: মিল্টন সমাদ্দারের ৩ দিনের রিমান্ড গণমাধ্যম শুধু মুক্ত নয়, উন্মুক্ত : তথ্য প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাস থেকে ৭টি স্বর্ণের বারসহ চোরকারবারি আটক আমন মৌসুম থেকেই চাল ছাঁটাই ও পলিশ বন্ধ করা হবে : খাদ্যমন্ত্রী টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ১০ বাংলাদেশি জেলেকে অপহরণের অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে শনিবার থেকে খোলা স্কুল-কলেজ: শিক্ষা মন্ত্রণালয় ইসলামী ব্যাংকে বৈদেশিক মুদ্রা জমা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা শেয়ার ছাড়বে রূপালী ব্যাংক নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

খালেদা জিয়ার মুক্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৬ মার্চ, ২০১৮
  • ১৬৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, মো. কামাল হোসেন,  চাঁপাইনবাবগঞ্জ  প্রতিনিধি : বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার ১০ টায় আইনজীবী সমিতির সামনে এ কর্মসূচির আয়োজন করে সদর উপজেলা ও পৌর বিএনপি।

মানববন্ধনে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ হারুন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সেন্টু, বিএনপি নেতা শহীদুল আলম পলাশ,পৌর ছাত্র দলের সভাপতি মিম ফজলে আজিম, জেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন, জেলা ছাত্র দলের যুগ্ন আহবায়ক ফারুক হোসেন, বাবর আজমসহ অন্যরা।

প্রায় একঘণ্টা ধরে চলে মানববন্ধন। তবে মানববন্ধন শুরুর কিছু পরে সদর থানার ওসি আতিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ মানববন্ধনের মাইক বন্ধ করে দেয়। এ বিষয়ে জানতে চাইলে আতিকুল ইসলাম বলেন, আদালত শুরুর সময় হওয়ায় মাইক বন্ধ করে দেয়া হয়েছে। পরবর্তীতে সফলভাবেই কর্মসূচি সমাপ্ত হয়।

জাতীয় পাট দিবসের নানা আয়োজন

সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ শ্লোগানকে সামনে রেখে জাতীয় পাট র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন চত্বর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ হোসেন খান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন রাজশাহী পাট কর্মকর্তা আলমগীর হোসেন, রাবেয়া জুট মিলসের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব রেজাউল করিম, এরফান গ্রুপের ব্যবস্থাপক ষ্টোর মেহেদী হাসান, কৃষক আব্দুল খালেকসহ অন্যরা।

সভায় বক্তারা পাটজাতদ্রব্য ব্যবহারের মাধ্যমে পরিবেশ বাঁচানোর জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। প্লাস্টিক ব্যাগের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারের ওপর গুরুত্ব দেয়া হয়।

মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ হোসেন খান, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, জেলা তথ্য অফিসার ওহেদুজ্জামান, মনিম উদ দৌলা চৌধুরীসহ অন্যরা এসময় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মীরা, স্থানীয় সংস্থার নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,এনজিওসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় স্বাধীনতা দিবস সফলভাবে পালনের লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন আয়োজকবৃন্দ।

নারী দিবস উপলক্ষে মানববন্ধন

জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টার দিকে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল হায়াৎ মো. রহমতুল্লাহ।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা আকতার, জেলা শিশু একাডেমির কর্মকর্তা শফিকুল ইসলাম, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা, এ্যাড. সাইফুর রহমান রেজাসহ অন্যরা। মানব বন্ধনে জেলারর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী, বিভিন্ন নারী সংস্থার কর্মকর্তা ও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com