শনিবার, ০৪ মে ২০২৪, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
টানা ৮ দফা কমার পর ফের বাড়লো সোনার দাম উপজেলা পরিষদ নির্বাচন সরকারের পাতানো ফাঁদ: আব্বাস আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিটের উৎপাদন বন্ধ এবি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা রূপালী ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত রোববার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে সমাবেশের ডাক ছাত্রলীগের ৮ মের উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে যে নির্দেশনা দিল ইসি ফের বাংলাদেশে আশ্রয় নিলো মিয়ানমারের ৪০ বিজিপি সদস্য ট্রেন সার্ভিসের মাধ্যমে রাজধানীর চাপ কমে আসবে: চিফ হুইপ মৌলভীবাজারে পুলিশের বাধায় ছাত্রদলের মিছিল পণ্ড প্রেমের ফাঁদে ফেলে ৩০ লাখ টাকা চাঁদা আদায়, গ্রেফতার ৭ পদ্মা-মেঘনায় মিলছে না ইলিশ, হতাশ জেলেরা ‘উপজেলা নির্বাচনে প্রভাব খাটালে ব্যবস্থা নেওয়া হবে’ উত্তরায় লেক থেকে দুই স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার রাশিয়ার সাথে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো : মস্কো খিলগাঁওয়ে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ১৪ দিন পর ডেঙ্গুতে শিশুসহ ৩ জনের মৃত্যু হাসপাতালের ভবনের ফাঁক দিয়ে পড়ে রোগীর মৃত্যু রোববার থেকে আপিল বিভাগের দুটি বেঞ্চে চলবে বিচারকাজ

ক্রাইস্টচার্চে নিহতদের জাতীয়ভাবে স্মরণ করবে নিউজিল্যান্ড

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ২৫ মার্চ, ২০১৯
  • ৪৬ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ২৯ মার্চ শুক্রবার জাতীয় স্মরণসভার আয়োজন করবে নিউজিল্যান্ড। রোববার এ কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আহডার্ন। শুক্রবার স্থানীয় সময় সকাল দশটায় এই স্মরণসভা অনুষ্ঠিত হবে।

হামলা পরবর্তী পরিস্থিতি দৃঢ়ভাবে মোকাবিলার জন্য বিশ্বজুড়ে প্রশংসিত আহডার্ন বলেছেন, ‘এই স্মরণসভা ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড ও সারা বিশ্বের মানুষদের একত্রিত হয়ে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর সুযোগ করে দেবে।’ অতর্কিত এই হামলা যে নিউজিল্যান্ডের চিরচেনা সংস্কৃতিতে কোনো পরিবর্তন আনতে পারেনি, সেটিও নিশ্চিত করেছেন আহডার্ন। তিনি বলেছেন, ‘অপ্রত্যাশিত সেই সন্ত্রাসী হামলার পর থেকে আমাদের দেশের জনগণ মর্মাহত। তারা হামলার শিকার সবার প্রতি সহমর্মিতা প্রকাশ করেছে। নিউজিল্যান্ডের মানুষ যে সহানুভূতিশীল, একাত্ম ও বৈচিত্র্যে বিশ্বাসী, সেটি আরও একবার দেখিয়ে দেওয়ার সুযোগ এই স্মরণসভা।’

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, যেখান থেকে সন্ত্রাসী হামলার শুরু, সেই আল-নূর মসজিদের কাছে হ্যাগলি পার্কে এই স্মরণসভা অনুষ্ঠিত হবে। গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলায় পাঁচ বাংলাদেশিসহ ৫০ জন নিহত হন।‘আমাদের এগিয়ে যেতে হবে’ওই দিন আল নূর মসজিদে হামলার পাশাপাশি লিনউড মসজিদেও হামলা চালিয়েছিলেন সন্ত্রাসী ব্রেনটন হ্যারিসন টারান্ট।

তদন্ত ও নিরাপত্তা রক্ষার স্বার্থে হামলার পর থেকে মসজিদ দুটি বন্ধ রাখে নিউজিল্যান্ডের পুলিশ। রোববার খুলে দেওয়া হয়েছে লিনউড মসজিদ। এই মসজিদ থেকেই টারান্টকে ধাওয়া করে নায়ক বনে যান আফগান শরণার্থী আবদুল আজিজ। মসজিদ খুলে দেওয়ার পর আবারও লিনউড মসজিদে এসেছেন আজিজ। সেদিন আরও রক্তপাত বন্ধ করতে ভূমিকা রাখা আজিজ বর্ণনা করেছেন পুনরায় মসজিদে ঢোকার পর নিজের অভিজ্ঞতা। আজিজ বলেন, ‘যখনই আমি মসজিদের দরজা দিয়ে ঢুকলাম, সঙ্গে সঙ্গে আমার সব স্মৃতি মনে পড়তে লাগল। কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। সবকিছু সহনীয় পর্যায়ে আসতে সময় লাগবে, কিন্তু আমাদের শক্ত থাকতে হবে। ’

ঘটনার দিন নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের প্রাণ বাঁচিয়েছিলেন আজিজ। কিন্তু ওই মুহূর্তে না কি নিজের চেয়ে অন্যদের জীবন নিয়েই বেশি চিন্তিত ছিলেন তিনি। বলেন ‘আমি যদি বন্দুকধারীর মুখোমুখি নাও হতাম, আমাকে হয়তো মারা যেতেই হতো। মসজিদের ভেতরে আটকে পড়া ৮০ থেকে ১০০ জন মানুষের চেয়ে আমার জীবন কোনোভাবেই বেশি মূল্যবান ছিল না।’

ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা

তহবিল উত্তোলনকারী দুটি বৈশ্বিক ওয়েবসাইটের তথ্যমতে, হামলায় নিহত ব্যক্তিদের পরিবারদের সহায়তার জন্য রোববার সকাল পর্যন্ত প্রায় ৭৪ লাখ মার্কিন ডলার জমা পড়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চাইলে তাদের সরকারি খরচে নিউজিল্যান্ডের বাইরে অন্যত্র সরিয়ে নেওয়া হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী আহডার্ন।

বাংলা৭১নিউজ/এমআক

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com