বাংলা৭১নিউজ, নেত্রকোনা প্রতিনিধি: বাংলাদেশ কৃষকলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোনা জেলা কৃষকলীগের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক দীপক ধর গুপ্ত, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি আলতাবুর রহমান, সাধারণ সম্পাদক দিপুল ফারাস, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, পৌর কৃষকলীগের সভাপতি শাকিল হাসান, সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ প্রমূখ।
সভা পরিচালনা করেন, কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলীয় নেতাকর্মীরা পুষ্পমাল্য অর্পণ করেন।
বাংলা৭১নিউজ/জেএস