রবিবার, ০৫ মে ২০২৪, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
টানা ৮ দফা কমার পর ফের বাড়লো সোনার দাম উপজেলা পরিষদ নির্বাচন সরকারের পাতানো ফাঁদ: আব্বাস আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিটের উৎপাদন বন্ধ এবি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা রূপালী ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত রোববার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে সমাবেশের ডাক ছাত্রলীগের ৮ মের উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে যে নির্দেশনা দিল ইসি ফের বাংলাদেশে আশ্রয় নিলো মিয়ানমারের ৪০ বিজিপি সদস্য ট্রেন সার্ভিসের মাধ্যমে রাজধানীর চাপ কমে আসবে: চিফ হুইপ মৌলভীবাজারে পুলিশের বাধায় ছাত্রদলের মিছিল পণ্ড প্রেমের ফাঁদে ফেলে ৩০ লাখ টাকা চাঁদা আদায়, গ্রেফতার ৭ পদ্মা-মেঘনায় মিলছে না ইলিশ, হতাশ জেলেরা ‘উপজেলা নির্বাচনে প্রভাব খাটালে ব্যবস্থা নেওয়া হবে’ উত্তরায় লেক থেকে দুই স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার রাশিয়ার সাথে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো : মস্কো খিলগাঁওয়ে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ১৪ দিন পর ডেঙ্গুতে শিশুসহ ৩ জনের মৃত্যু হাসপাতালের ভবনের ফাঁক দিয়ে পড়ে রোগীর মৃত্যু রোববার থেকে আপিল বিভাগের দুটি বেঞ্চে চলবে বিচারকাজ

কাজে ফিরেনি হবিগঞ্জের ২৩টি চা–বাগানের শ্রমিকেরা

হবিগঞ্জ প্রতিনিধি
  • আপলোড সময় সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে

হবিগঞ্জের ২৩টি চা–বাগানের প্রায় ৪০ হাজার শ্রমিক কাজে যোগ দেননি।তবে  মৌলভীবাজারের শ্রমিকেরা কাজে যোগ দিয়েছে। ৩০০ টাকা মজুরির দাবিতে চা-শ্রমিকদের টানা ১০ দিন ধর্মঘট পালন করেছে।

হবিগঞ্জের চা শ্রমিকরা বলছেন, মজুরি নির্ধারণের বিষয়ে তাঁদের সঙ্গে সরকার কিংবা বাগানের মালিকপক্ষের কোনো সমঝোতা হয়নি। এ কারণে আজ তাঁরা কাজে যোগ দেননি। চা-শ্রমিকদের আন্দোলন অব্যাহত আছে।

মৌলভীবাজার জেলার আন্দোলনরত চা-শ্রমিকেরা বর্তমান মজুরি ১২০ টাকাতেই আজ সোমবার থেকে কাজে ফিরেছেন। গতকাল রোববার গভীর রাতে মৌলভীবাজারের জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসন ও বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নেতাদের মধ্যে আলোচনা শেষে কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন জেলার চা-শ্রমিকেরা।

হবিগঞ্জের ২৩টি চা-বাগান নিয়ে গঠিত লস্করপর ভ্যালির সভাপতি রবীন্দ্র গের আজ দুপুর ১২টার দিকে বলেন, ‘মৌলভীবাজারে যে সিদ্ধান্ত হয়েছে, এর সঙ্গে আমাদের কোনো সমঝোতা হয়নি। সাধারণ শ্রমিকেরা ১২০ টাকা মজুরিতে কাজে যোগ দেবেন না। তাই আমরা আজ কাজে যোগ দিইনি।’

আজ বেলা ১১টার দিকে হবিগঞ্জের চা-বাগানগুলোর শ্রমিকেরা কাজে যোগদান না করে চুনারুঘাট উপজেলার চানপুর চা–বাগানের মাঠে জড়ো হন। সেখানে সমাবেশ করে বক্তব্য দেন শ্রমিকেরা। তাঁরা বলেন, শ্রমিকদের সঙ্গে কারও সমঝোতা হয়নি। তাঁরা কেন কাজে যাবেন? ১২০ টাকা মজুরিতে কাজে যাবেন না তাঁরা।

শ্রমিকদের কাজে না ফেরার খবরে হবিগঞ্জের জেলা প্রশাসনের পক্ষে ঘটনাস্থলে যান চুনারুঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক। তিনি শ্রমিকদের বোঝানোর চেষ্টা করেন, প্রধানমন্ত্রী তাঁদের মজুরি নিয়ে ভাবছেন। তাই আন্দোলন না করে তাঁদের কাজে যোগদানের অনুরোধ করেন ইউএনও। বেলা একটা পর্যন্ত শ্রমিকেরা তাঁদের অবস্থানে অনড় ছিলেন।

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, মৌলভীবাজারের সিদ্ধান্ত হবিগঞ্জের সাধারণ শ্রমিকেরা মেনে নিচ্ছেন না। তাই লস্করপুর ভ্যালির নেতারা শ্রমিকদের নিয়ে চুনারুঘাট উপজেলার চানপুর চা–বাগানে বৈঠকে বসেছেন।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com