বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১০ বাংলাদেশি জেলেকে অপহরণের অভিযোগ আরাকান আর্মির বিরুদ্ধে শনিবার থেকে খোলা স্কুল-কলেজ: শিক্ষা মন্ত্রণালয় ইসলামী ব্যাংকে বৈদেশিক মুদ্রা জমা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা শেয়ার ছাড়বে রূপালী ব্যাংক নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু বিএনপির নয় আওয়ামী লীগের নেতারা দেশ ছাড়ছেন : রিজভী মামলা হলে মিল্টনের স্ত্রীকেও গ্রেফতার করা হবে : ডিবি প্রধান হারুন যুক্তরাষ্ট্রের অভিযোগ ইউক্রেন যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে রাশিয়া যুক্তরাষ্ট্রকে নিজের ঘর সামলাতে বললেন প্রধানমন্ত্রী ভারতে ৫১ বছরের রেকর্ড ভাঙলো দাবদাহ, তাপমাত্রা ছাড়ালো ৪৭ ডিগ্রি ৫ বিভাগে বৃষ্টি হতে পারে শুক্রবার স্কুল খোলা না বন্ধ, জানাল শিক্ষা মন্ত্রণালয় ফিলিস্তিনকে তাদের জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে: খামেনি দক্ষিণপূর্ব এশিয়ার স্বাস্থ্য খাতে সমন্বিত নেতৃত্বের আহ্বান সায়মা ওয়াজেদ পুতুলের রাজবাড়ীতে লাইনচ্যুত ট্রেন উদ্ধার, ৩ ঘণ্টা পর যোগাযোগ স্বাভাবিক ঢাকায় পরিবহনে চাঁদাবাজি, মূলহোতাসহ গ্রেফতার ১১ জাতির পিতার সমাধিতে আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতিদের শ্রদ্ধা প্রতীক নিয়ে আজ থেকেই ১৮ দিনের প্রচারণায় নামবেন প্রার্থীরা ওমরা পালনে সস্ত্রীক সৌদি যাচ্ছেন মির্জা ফখরুল

‘এক্সিম ব্যাংক ঋণ না দিলে প্রয়োজনে নিজস্ব অর্থায়নেই রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হবে’

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২৭ আগস্ট, ২০১৬
  • ১২৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারতের এক্সিম ব্যাংক যদি রামপাল বিদ্যুৎ কেন্দ্রে অর্থায়ন না করে তাহলে প্রয়োজনে আমরা নিজস্ব অর্থায়নেই এই বিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলবো। তিনি বলেন, আমরা পারি।

বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে বিনিয়োগ প্রত্যাহার করার পর আমরা নিজস্ব অর্থায়নেই এই সেতু নির্মাণ করছি।তবে কারা এবং কোন সব সংগঠন রামপাল বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগ বন্ধের জন্য এক্সিম ব্যাংককে নিষেধ করছে এসব বিষয়ে আমরা খোঁজ নেব।

রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে আজ বিকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সাংবাদিকরা প্রধানমন্ত্রীর কাছে জানতে চান যে, ১৭২টি সংগঠন বাংলাদেশে রামপাল বিদ্যুৎ কেন্দ্রে বিনিয়োগ না করার জন্য এক্সিম ব্যাংককে অনুরোধ জানিয়েছে। এ পরিপ্রেক্ষিতে যদি ব্যাংকটি এই প্রকল্পে বিনিয়োগ বন্ধ করে দেয়-সেক্ষেত্রে সরকারের অবস্থান কী হবে? এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পে নিজস্ব অর্থায়নের বিষয়টি তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাথেই এই বিদ্যুৎ কেন্দ্র হওয়া প্রয়োজন। আমাদের মনে রাখতে রাখতে হবে-ভারত এখানে বিনিয়োগ করছে। ভবিষ্যতে এই কেন্দ্র আমাদেরই থাকবে। এটা ভারত তুলে নিয়ে যাবে না।যারা এই বিরোধীতা করছে তারা না বুঝে এবং সেখানে না যেয়ে এসব করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র বিরোধিরা ভিত্তিহীন, কাল্পনিক ও মনগড়া বক্তব্য দিয়ে জনসাধারণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ভারত, যুক্তরাষ্ট্রসহ উন্নত অনেক দেশ ৫০ থেকে ৯৮ শতাংশ বিদ্যু উৎপাদন করে কয়লায়। আর এখানে হচ্ছে এক শতাংশের কিছু বেশি।

প্রধানমন্ত্রী বলেন, ‘স্বল্পমেয়াদী প্রকল্পের আওতায় আমরা কুইক রেন্টাল করি। সেই সময় কুইক রেন্টালের অনেক সমালোচনা হয়েছে। আমার প্রশ্ন- কুইকরেন্টাল যদি না করতাম তাহলে বিদ্যুৎ সমস্যার সমাধান হতো কি না। আমি জানি কুইক রেন্টাল স্থায়ী সমাধান ছিল না। দীর্ঘমেয়াদী বিদ্যুৎকেন্দ্র করতে হবে। এই জন্যই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এখন অবশ্য করণীয়। আমরা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রও করছি। যা থেকে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ আসবে।’

রামপাল বিদ্যুৎকেন্দ্রের যৌক্তিকতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রয়োজন সস্তা পরিবহণ ব্যবস্থা। এ জন্য খনির পাশে বা নদীর তীরে এই বিদ্যুৎকেন্দ্র করতে হয়।’

ভিনদেশি সহায়তা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘রামপাল, মাতারবাড়ী, পায়রা, আনোয়ারা, খুলনা, মুন্সিগঞ্জ বিদ্যুৎকেন্দ্র নির্মাণে মালয়েশিয়া, চীন, সিঙ্গাপুর, জাপান, ভারত এগিয়ে এসেছে। দ্রুত উন্নতি করতে তাদের সহায়তা নেয়া প্রয়োজন। অথচ বিএনপির নেত্রী যখন কথা বলেন, তখন মনে হয়, মায়ের চেয়ে মাসির দরদ বেশি।’

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com