বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
খুলনার জিরো পয়েন্টে রূপালী ব্যাংকের উপশাখা উদ্বোধন দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার শ্রমিক স্বার্থ নিশ্চিতে ইসলামী শ্রমনীতি প্রণয়নের বিকল্প নেই দেশব্যাপী বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস গরমে অসুস্থ হয়ে ঢামেক কর্মচারীর মৃত্যু দুই মাসের নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেরা, মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার এলপি গ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার চুয়াডাঙ্গা-যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা তীব্র গরম উপেক্ষা করে নয়াপল্টনে চলছে শ্রমিক সমাবেশ দিল্লির ১০০ স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! নাটোরে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেপ্তার রেস্তোরাঁয় মডেলকে গুলি করে হত্যা ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের ওপর আক্রমণ ন্যক্কারজনক: স্বাস্থ্যমন্ত্রী গাম্বিয়ায় ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশ চীনে গভীর রাতে মহাসড়কে ধস, নিহত অন্তত ১৯ গাজীপুরে ট্রাকের ধাক্কায় প্রকৌশলী নিহত নিঃসঙ্গ নারীদের টার্গেট, আমেরিকায় নেওয়ার স্বপ্ন দেখিয়ে প্রতারণা ধর্ষণের সময় চিৎকার, গলা চেপে ধরায় মারা যায় শিশু ঝুমুর

‘একটাই অনুরোধ, বিশ্বকাপ নিয়ে যেন বেশি মাতামাতি না করি’

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৭ বার পড়া হয়েছে

২০১৯ এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশ দল নিয়ে অনেক বেশি প্রত্যাশার কথা শোনা গিয়েছিলো। কেউ বলেছিলো বাংলাদেশ নিশ্চিত সেমিফাইনালে খেলবে, কেউ বলেছিলো ফাইনালও খেলতে পারে। কারো প্রত্যাশা ছিল- ফাইনাল বা সেমিফাইনাল না হোক অন্তত সেরা চারে থাকার সর্বোচ্চ লড়াইটা যেন হয়।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ ক্রিকেট দল সে সব প্রত্যাশার কিছুই পূরণ করতে পারেনি। ২০১৯ বিশ্বকাপে ৩ ম্যাচ জিতে হয়েছিলো অষ্টম। ২০২৩ বিশ্বকাপে জিতেছে মাত্র ২টি ম্যাচ। এবারও হয়েছে অষ্টম।

ঠিক একইভাবে প্রত্যাশার কথা শোনা গিয়েছিলো ২০২১ এবং ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও। অথচ, ২০২১ বিশ্বকাপের প্রথম পর্বে স্কটল্যান্ডের কাছে হেরে চূড়ান্ত পর্বের আগেই বিদায়ের শঙ্কায় পড়েছিলো টাইগাররা। কোনোমতে চূড়ান্ত পর্বে উঠলেও সেখানে ৫ ম্যাচের একটিতেই জয় পায়নি তারা। ২০২২ বিশ্বকাপে সরাসরি চূড়ান্ত পর্বে। এখানে নেদারল্যান্ডস এবং জিম্বাবুয়েকে পেয়ে দুটি জয় তুলে নিলেও বাকিগুলোতে প্রতিপক্ষের সামনে দাঁড়াতেই পারেনি।

সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারও বাংলাদেশ এই করবে, সেই করবে বলে অনেকেই প্রত্যাশার পারদ আকাশচুম্বি করতে চাইছেন। কিন্তু বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মাটিতেই থাকতে চাইলেন। প্রত্যাশার বেলুন তিনি এতটা ফোলাতে নিজেও রাজি নন, অন্যদেরকেও প্রত্যাশা খুব বেশি করার দরকার নাই বলেও সতর্ক করে দিয়েছেন। সবচেয়ে বড় কথা, বিশ্বকাপ আসলেই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে যে মাতামাতি শুরু হয়, সেটা না করতে বলে দিয়েছেন টাইগার অধিনায়ক।

আজ রাজধানীতে একটি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন নাজমুল শান্ত। সেখানেই তার কাছে বিশ্বকাপের প্রত্যাশা নিয়ে প্রশ্ন করা হয়। তখন শান্ত জবাবে বলেন, ‘প্রতি বছরই আমি দেখি, বিশ্বকাপের আগে এসব নিয়ে অনেক কথা হয়। প্রত্যাশা করা হয়- এটা করব, সেটা করব। আমার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে, প্রত্যাশাটা খুব একটা করার দরকার নেই। প্রত্যাশাটা সবার মনের ভেতরেই থাক।’

বিশ্বকাপ আসলে যে মাতামাতি হয়, তা ব্যক্তিগতভাবে ভালো লাগে না নাজমুল শান্তর। তিনি বলেন, ‘আপনারাও জানেন, বাংলাদেশ দল কি চায়। আমরা ক্রিকেটাররাও জানি, আমরা দলকে কত দূর নিয়ে যেতে চাই। সবাই চায় যে, আমরা অনেক বড় কিছু করি। তবে এটা নিয়ে যখন অনেক বেশি মাতামাতি হয়, তখন আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে না।’

অধিনায়ক শান্তর মতে, ভালো কিছু করলে তো এমনিতেই সবাই দেখবে। তবে তিনি নিশ্চয়তা দিয়েছেন, দলের ক্রিকেটাররা ১২০ শতাংশ দিয়েই খেলবে। শান্ত বলেন, ‘আসলে দরকার নেই। ফল যখন হবে, তখন এমনিই বোঝা যাবে। আমি একটা জিনিস বলতে পারি, এই দলটা যে খেলবে, এরা প্রত্যেকটা ম্যাচে জেতার জন্য ১২০ শতাংশ দেবে।

এই নিশ্চয়তা আমি দিতে পারি এবং প্রত্যেকটা ম্যাচ জেতার জন্যই খেলবে। প্রতি বছর আমরা যখন খেলি, প্রত্যেকটা ম্যাচ অনেক আশা নিয়েই খেলি। তো আমরা যেটা পারি, সে জিনিসটা করারই চেষ্টা করব। তবে আগে থেকেই অনেক আশা করছি, এবার অনেক বেশি প্রত্যাশা করছি…। একটাই অনুরোধ করব, আমরা যেন এসব নিয়ে বেশি মাতামাতি না করি।’

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com