বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
৫ বিভাগে বৃষ্টি হতে পারে শুক্রবার স্কুল খোলা না বন্ধ, জানাল শিক্ষা মন্ত্রণালয় ফিলিস্তিনকে তাদের জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে: খামেনি দক্ষিণপূর্ব এশিয়ার স্বাস্থ্য খাতে সমন্বিত নেতৃত্বের আহ্বান সায়মা ওয়াজেদ পুতুলের রাজবাড়ীতে লাইনচ্যুত ট্রেন উদ্ধার, ৩ ঘণ্টা পর যোগাযোগ স্বাভাবিক ঢাকায় পরিবহনে চাঁদাবাজি, মূলহোতাসহ গ্রেফতার ১১ জাতির পিতার সমাধিতে আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতিদের শ্রদ্ধা প্রতীক নিয়ে আজ থেকেই ১৮ দিনের প্রচারণায় নামবেন প্রার্থীরা ওমরা পালনে সস্ত্রীক সৌদি যাচ্ছেন মির্জা ফখরুল গ্রামীণ টেলিকম দুর্নীতি: ইউনূসের জামিন, চার্জ শুনানি ২ জুন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা কলম্বিয়ার রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা তীব্র তাপদাহ থেকে সুরক্ষায় রিকশাচালকদের মাঝে ছাতা বিতরণ পেকুয়ায় বজ্রপাতে ২ লবণ চাষীর মৃত্যু প্রেমের অপেক্ষায় মনীষা, খুঁজছেন জীবনসঙ্গী ফিলিস্তিনসহ সব যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছি: প্রধানমন্ত্রী ‘সকল মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ’ থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে: শেখ হাসিনা কসবায় ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু

ইয়েমেনে উচ্চহারে শিশুদের প্রাণহানি, সৌদি জোটকে দুষছে জাতিসংঘ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ১৯ আগস্ট, ২০১৭
  • ৯০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: ইয়মেনে গত বছর উচ্চহারে শত শত শিশু নিহত হওয়ার ঘটনার জন্য সৌদি আরবের নেতৃত্বাধীন জোটকে অভিযুক্ত করেছে জাতিসংঘ।

জাতিসংঘরে এক গোপন প্রতিবেদনের খসড়ায় এ দাবি করা হয়েছে।

এতে বলা হয়, গত বছর ইয়মেনে ১৩৪০টি শিশু হতাহত হয়। এর মধ্যে ৫০২ জন শিশু নিহত এবং ৮৩৮ জন আহত হয়।

এদের মধ্যে ৬৮৩ জন বা ৫১ ভাগ শিশুই সৌদি জোটের হামলায় হতাহত হয়। অন্যদিকে ৪১৪ জন শিশু হতাহতের জন্য দায়ী হুতি বিদ্রোহীরা। বাকি শিশুদের হতাহতের জন্য দায়ী আলকায়েদা এবং আইএস।

জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, গত বছর ৩৮টি স্কুল ও ৫২টি হাসপাতালে বিমান হামলা চালানো হয়, এরমধ্যে সৌদি জোট প্রায় তিন চতুর্থাংশ হামলা চালায়। এতে ৩৪৯ জন শিশু নিহত এবং ৩৩৩ জন শিশু আহত হয়।

ইয়েমেনের যুদ্ধে শিশুদের ওপর পরিচালিত সহিংসতার বিষয়ে জাতিসংঘের এ গোপনীয় খসড়া প্রতিবেদনটি সংবাদ মাধ্যমের কাছে ফাঁস হয়ে গেছে।

বৃহস্পতিবার জাতিসংঘের উপ-মুখপাত্র ফারহান হক সাংবাদিকদের বলেন, সংস্থাটির মহাসচিব এন্টোনিও গুটেরেস এখনও ফাঁস হয়ে যাওয়া প্রতিবেদনটি দেখেননি।

প্রতিবেদনটির বিষয়বস্তু নিয়ে এখনও আলোচনা চলছে। শিশু নিহতের ঘটনায় সৌদি জোটকে কালো তালিকাভুক্ত করা হবে কি না তা নিয়ে জাতিসংঘ মহাসচিব সিদ্ধান্ত নেবেন বলে জানান ফারহান।

গত বছরও জাতিসংঘের এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্র সমর্থিত সৌদি জোটের হামলায় ইয়েমেনে শিশুদের হতাহতের তথ্য জানানো হয়েছিল।

ওই প্রতিবেদনের ভিত্তিতে শিশু অধিকার লঙ্ঘন করার দায়ে সৌদি জোটকে কালো তালিকাভুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছিল।
কিন্তু সৌদি আরব ও জোটের অন্য সমর্থকরা জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে তহবিল যোগানো বন্ধ করার হুমকি দিলে তৎকালীন মহাসচিব বানকি মুন প্রতিবেদনটি প্রত্যাহার করে নেন।

তবে মুন প্রতিবেদনটির প্রাপ্ত তথ্য সমর্থন করেন। ওই প্রতিবেদন অনুযায়ী ২০১৫ সালে ১ হাজার ৯৫৩ জন তরুণ ইয়েমিন নিহত হয়, যা ২০১৪ সালের চেয়ে ছয়গুণ বেশি ছিল।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com