বাংলা৭১নিউজ, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় ৫২ পিস ইয়াবাসহ রায়হান (২৩) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
সোমবার সন্ধ্যার পরে কুয়াকাটার আবাসিক হোটেল হলিডে ইন’র সামনে থেকে রায়হানকে গ্রেফতার কওে র্যাব। এসময় নম্বরবিহীন একটি মোটর সাইকেল আটক করা হয়। স্থানীয়দের অভিযোগ, রায়হান গ্রেফতার হলেও তার গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।
মহিপুর বন্দরের আবুল কাশেম হাওলাদারের ছেলে রায়হান দীর্ঘদিন আলীপুরের ইয়াবা ব্যবসা করছে বলে একাধিক সুত্রে জানাযায়। তাকে মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস