বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শনিবার থেকে খোলা স্কুল-কলেজ: শিক্ষা মন্ত্রণালয় ইসলামী ব্যাংকে বৈদেশিক মুদ্রা জমা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত ১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা শেয়ার ছাড়বে রূপালী ব্যাংক নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু বিএনপির নয় আওয়ামী লীগের নেতারা দেশ ছাড়ছেন : রিজভী মামলা হলে মিল্টনের স্ত্রীকেও গ্রেফতার করা হবে : ডিবি প্রধান হারুন যুক্তরাষ্ট্রের অভিযোগ ইউক্রেন যুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করছে রাশিয়া যুক্তরাষ্ট্রকে নিজের ঘর সামলাতে বললেন প্রধানমন্ত্রী ভারতে ৫১ বছরের রেকর্ড ভাঙলো দাবদাহ, তাপমাত্রা ছাড়ালো ৪৭ ডিগ্রি ৫ বিভাগে বৃষ্টি হতে পারে শুক্রবার স্কুল খোলা না বন্ধ, জানাল শিক্ষা মন্ত্রণালয় ফিলিস্তিনকে তাদের জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে: খামেনি দক্ষিণপূর্ব এশিয়ার স্বাস্থ্য খাতে সমন্বিত নেতৃত্বের আহ্বান সায়মা ওয়াজেদ পুতুলের রাজবাড়ীতে লাইনচ্যুত ট্রেন উদ্ধার, ৩ ঘণ্টা পর যোগাযোগ স্বাভাবিক ঢাকায় পরিবহনে চাঁদাবাজি, মূলহোতাসহ গ্রেফতার ১১ জাতির পিতার সমাধিতে আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতিদের শ্রদ্ধা প্রতীক নিয়ে আজ থেকেই ১৮ দিনের প্রচারণায় নামবেন প্রার্থীরা ওমরা পালনে সস্ত্রীক সৌদি যাচ্ছেন মির্জা ফখরুল গ্রামীণ টেলিকম দুর্নীতি: ইউনূসের জামিন, চার্জ শুনানি ২ জুন

ইভটিজিংয়ে বাধা দেওয়ায় কুপিয়ে জখম

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭
  • ১০৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ছোট খারদিয়া গ্রামে বোনের ইভটিজিংয়ে বাধা দেওয়ায় ভাই ওয়াহিদ মাতুব্বর(৩৫)কে কুপিয়ে ও উপর্যুপরি পিটিয়ে জখম করেছে একই গ্রামের জনৈক বখাটে টুটুল শিকদার(২৫)। মারাত্মক আহত ওয়াহিদ মাতুব্বরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার থানায় মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, ওয়াহিদ মাতুব্বরের স্কুল পড়–য়া বোনকে বিভিন্ন সময়ে একই গ্রামের চুন্নু শিকদারের ছেলে টুটুল শিকদার প্রায়ই উত্তক্ত করে আসছিল। বাধ্য হয়ে সম্প্রতি তাকে বিবাহ দেওয়া হয়। কিন্ত টুটুল শিকদার মেয়েটির শ্বশুর বাড়ীতে গিয়েও বিভিন্ন ধরনের কুৎসা রটনাসহ নানাভাবে হয়রানী করে আসছিল। অতিসম্প্রতি টুটুলের অপতৎরতায় স্বামীর বাড়ী থেকেও মেয়েটি বিতাড়িত হয়। এক পর্যায়ে এলাকার লোকজন শালিশ বৈঠক করে। কিন্ত তাতেও কোন লাভ হয়নি। বোনকে বার বার উত্তক্ত করার কারনে ওয়াহিদ মাতুব্বর টুটুলকে শাসায়।ওয়াহিদ মাতুব্বর প্রতিবাদ করলে টুটুল তার উপর চরমভাবে ক্ষিপ্ত হয়ে উঠে। সুযোগ বুঝে রবিবার সকালে টুটুলসহ সঙ্গীয় এলাকার একটি চায়ের দোকানের সামনে তাকে একা পেয়ে ধারাল অস্ত্র নিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে। মারাত্মক আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্বার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় ওই দিনই থানায় মামলা হয়েছে। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ওয়াহিদ মাতুব্বর জানান,আমার বোনকে দীর্ঘদিন যাবৎ টুটুল নানাভাবে উত্তক্ত করে আসছিল। এলাকার লোকজনসহ তার অভিবাবকদেরকে বিষয়টি জানানো সত্তে¦ও তারা কোন কর্নপাত করেনি।বোনের উত্তক্তের প্রতিবাদ করার কারনেই আমার উপর হামলা চালিয়েছে।বরং উল্টো তারাই আমাকে সহ পরিবারের লোকদের নামে মিথ্যা মামলা দায়েরের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ইয়াবাসহ মহিলা আটক

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়ন থেকে ১০০ পিস ইয়াবা সহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গত রোববার তাকে আটক করেছে। আটককৃত ওই মহিলা বোয়ালমারী উপজেলার গুনবাহা গ্রামের মো. নাসির উদ্দিন খানের মেয়ে মোছা. নাহিদা খানম (২৫), জানা যায়, র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. রইছ উদ্দিনের নেতৃত্বে ওই দিন দুপুর ১ টার সময় বোয়ালমারী পৌরসভাধীন ১নং ওয়ার্ডস্থ গুনবাহা গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা সহ তাকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ ফরিদপুর জেলার বোয়ালমারী থানার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামীকে বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে বোয়ালমারী থানায় একটি মাদক মামলা হয়েছে।

সাবেক ইউপি চেয়ারম্যান বিয়ে করলেন জেডিসি পরীক্ষার্থীকে

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এক জেডিসি পরীক্ষার্থীকে বিয়ে করেছেন বলে জানা গেছে। এলাকা সূত্রে জানা যায়, ৬ মাস আগে দাদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শামিম মোল্যা একই ইউনিয়নের রাঙ্গামুলারকান্দি গ্রামের এক জেডিসি পরীক্ষার্থীকে গোপনে বিয়ে করেন। বিয়ে খবর সোমবার এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ওই ছাত্রী ২০১৭ সালে ডোবরা ডোবরা সিনিয়র ফাজিল সিদ্দিকীয়া মাদরাসা থেকে জেডিসি পরীক্ষা দিয়েছে। এ ব্যাপারে ওই ছাত্রীর মা জাহানারা বেগম বলেন, আমার স্বামী ১৫ বছর আগে মারা যায়। তার পর থেকে শামিম মোল্যা আমার সংসারের সব খরচ চালিয়ে আসছে। তাই সে আমার মেয়েকে বিয়ে করতে চেয়েছে বিয়ে দিয়েছি। শামিম মোল্যা বলেন, আমি শরিয়ত মোতাবেক বিয়ে করেছি। বর্তমানে শামিম মোল্যা শশুর বাড়ি রাঙ্গামুলারকান্দি গ্রামে আছেন। উল্লেখ্য শামিম মোল্যার আগের পক্ষের ৪টি ছেলে ১টি মেয়ে রয়েছে। তার বাড়ি মোবারকদিয়া গ্রামে। দাদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আ’লীগের সভাপতি মো. জাকির হোসেন বলেন, ওই মেয়ের মা জাহানারা বেগমকে ধর্ম বোন বলছিল। সেই সূত্র ধরে ওই বাড়িতে যাতাযাত করতো। পরে শুনি সেই ধর্ম বোনের মেয়েকে বিয়ে করেছে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com