বাংলা৭১নিউজ, পটুয়াখালী প্রতিনিধি: বাউফল উপজেলা নির্বাহী অফিসারের ০১৭৩৩৩৩৪১৪৯ মোবাইল নম্বর থেকে বিভিন্ন ব্যাক্তির কাছে মোটা অংকের চাঁদা দাবি করা হয়েছে। একটি প্রতারক চক্র নম্বর ক্লোন করে চাঁদা দাবি করেছেন।
এ ব্যাপারে বাউফল থানায় জিডি করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এ,এফ এম আবু সুফিয়ান স্থানীয় সাংবাদিকদের জানান, গ্রামীন ফোনের ওই নম্বরটি একটি কোর্পারেট নম্বর। প্রায় দুই বছর ধরে ব্যবহার করা হচ্ছে।
পূর্বের ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ব্যবহার করতেন। সম্প্রতি তিনি পদোন্নতি নিয়ে বদলি হয়ে গেলে নম্বরটি তিনি ব্যবহার করছেন। বুধবার সোয়া ১২টার সময় দশমিনা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সিএ শাহাবুদ্দিন প্রথমে তাকে ফোন করে এ বিষয়টি অবহিত করেন।
তার ওই নম্বর থেকে ফোন করে ৎুকপস ১৫ হাজার টাকা চাওয়া হয়েছে। পরে আবার ৫০ হাজার টাকা চেয়ে তাকে তিন বার ফোন দেয়া হয়। এর অল্প সময় পরই আমতলি ইউএনওর কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মোঃ ইমরান ও বাউফল ইউএনওর কার্যালয়ের সাবেক অফিস সুপার শাহআলম ফোন করে টাকা চাওয়ার বিষয়টি অবহিত করেন। মোঃ ইমরান এর আগে বাউফলে চাকরী করেছেন।
এ ব্যাপারে তিনি গ্রামীনফোনের ১২১ নম্বরে কল করে বিষয়টি অবহিত করলে সেখান থেকে তাকে স্থানীয কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে বলা হয়। কিন্তু বাউফলে বর্তমানে এ সার্ভিস চালু না থাকায়, তিনি ঘটনা উল্লেখ করে বাউফল থানায় একটি জিডি করেছেন। এর পর থেকে এই নম্বর থেকে কোন ব্যাক্তির কাছে চাঁদা দাবি করা হলে তাকে অবহিত করার জন্য অনুরোধ জানিয়েছেন।
বাংলা৭১নিউজ/জেএস