শনিবার, ০৪ মে ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চার জেলার সড়কে ঝরলো ১০ প্রাণ মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডিবিতে ডাকা হয়েছে : হারুন সরকার পরিচালনাকারী সবাই ফেরেশতা নয় : তথ্য প্রতিমন্ত্রী ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা করার প্রস্তাব পেঁয়াজ রপ্তানি থেকে নিষেধাজ্ঞা তুলল ভারত তীব্র দাবদাহ বিপুল নকল ওরস্যালাইন জব্দ, গ্রেফতার ৩ জন ‘মুসলিমদের একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে ভূমিকা রাখবে’ বনানীতে ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক আজই শিরোপা উৎসবে মেতে উঠতে পারে রিয়াল মাদারীপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত ষড়যন্ত্র নয়, সবাই আন্দোলনের জন্য একাত্ম হচ্ছে : মঈন বাইডেনের মন্তব্য দুর্ভাগ্যজনক: জাপান শিক্ষকের মর্যাদা-বেতন বাড়ানো নিয়ে কাজ চলছে: শিক্ষামন্ত্রী ব্রাজিলে বন্যায় নিহত ৩৯, নিখোঁজ ৭০ বাংলাদেশের সাথে গাম্বিয়ার বাণিজ্য ও কৃষি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ তীব্র দাবদাহে মরছে মাছ, দিশেহারা চাষিরা ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে ১৫ জনের মৃত্যু ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ, ‌আহত ৩৫ ১০ টাকা দিয়ে টিকিট কেটে চোখ দেখালেন প্রধানমন্ত্রী বাবার মতো রাজনীতিতে নামছেন সোনাক্ষী?

আহত বাঘের মতো বোল্টের বিদায়

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ১৩ আগস্ট, ২০১৭
  • ৬২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: এক সময় এমন ছিল যে উসাইন বোল্ট ট্র্যাকে নামবেন আর সঙ্গে যেই থাকুক সবার আগে দৌড় শেষ করবেন তিনি। একের পর এক সাফল্যে নিজেকে কিংবদন্তি রাজ্যে নিয়ে গেছেন জ্যামাইকান এ বজ্রবিদ্যুৎ। কিন্তু ক্যারিয়ারের শেষ ইভেন্টে ট্র্যাকে নেমে ইনজুরি নিয়ে খুড়িয়ে খুড়িয়ে আহত বাঘের মতো ট্র্যাক ছাড়তে হয়েছে অলিম্পিকে ৮টি গোল্ড মেডেল জয়ী এ অ্যাথলেটকে।

লন্ডনে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে ব্যর্থতার পর ৪*১০০ মিটার রিলেতে সোনা জিতে শেষ করতে চেয়েছিলেন বোল্ট। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। ক্যারিয়ারের শেষ ইভেন্টে দৌড়ই শেষ করতে পারলেন না বোল্ট। তাই জ্যামাইকান এ গতি দানবের বিদায়টি হলো চরম হতাশার।

শনিবার রাতে ৪*১০০ মিটার রিলেতে ৩৭.৪৭ সেকেন্ডে সবার আগে দৌড় শেষ করে গ্রেট ব্রিটেন। ৩৭.৫২ সেকেন্ড নিয়ে রূপা জিতেছে যুক্তরাষ্ট্র। আর ৩৮.০৮ সেকেন্ড জাপান জিতেছে ব্রোঞ্জ।

প্রতিযোগিদের সঙ্গে শুরুর দিকে ভালোই লড়ছিলেন বোল্ট। কিন্তু শেষ ল্যাপে ফিনিশিং লাইন থেকে প্রায় ৫০ মিটার দূরে থাকতেই চোট পান বোল্ট। ইয়োহান ব্লেকের কাছ থেকে ব্যাটন নিয়ে দৌড়ের গতি বাড়াতেই বিপদে পড়েন তিনি। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে লুটিয়ে পড়েন ট্র্যাকেই। জ্যামাইকান এ তারকার চোটের সুযোগে ব্রিটেনের হয়ে জয় নিশ্চিত করেন মিচেল ব্লেক।

এর আগে ২০১১ সালে ১০০ মিটারে ডিসকোয়ালিফাইড হয়েছিলেন বোল্ট। ওই একটি কালো অধ্যায় ছাড়া ২০০৯ সাল থেকে এ আসর পর্যন্ত ১০০, ২০০ এবং ৪*১০০ মিটারে সোনা জিতেছিলেন তিনি।

লন্ডনে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কয়েকদিন আগে ১০০ মিটার স্প্রিন্টে চিরপ্রতিদ্বন্দ্বী জাস্টিন গ্যাটলিনের বিপক্ষে হেরে তৃতীয় হয়েছিলেন বোল্ট। এবার ৪*১০০ মিটার রিলেতে আরও বড় হতাশাকে সঙ্গী করে বিদায় নিলেন ১০০ ও ২০০ মিটারে রেকর্ড সৃষ্টিকারী জ্যামাইকান এ গতিদানব।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com