রবিবার, ০৫ মে ২০২৪, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
টানা ৮ দফা কমার পর ফের বাড়লো সোনার দাম উপজেলা পরিষদ নির্বাচন সরকারের পাতানো ফাঁদ: আব্বাস আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিটের উৎপাদন বন্ধ এবি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা রূপালী ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত রোববার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে সমাবেশের ডাক ছাত্রলীগের ৮ মের উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে যে নির্দেশনা দিল ইসি ফের বাংলাদেশে আশ্রয় নিলো মিয়ানমারের ৪০ বিজিপি সদস্য ট্রেন সার্ভিসের মাধ্যমে রাজধানীর চাপ কমে আসবে: চিফ হুইপ মৌলভীবাজারে পুলিশের বাধায় ছাত্রদলের মিছিল পণ্ড প্রেমের ফাঁদে ফেলে ৩০ লাখ টাকা চাঁদা আদায়, গ্রেফতার ৭ পদ্মা-মেঘনায় মিলছে না ইলিশ, হতাশ জেলেরা ‘উপজেলা নির্বাচনে প্রভাব খাটালে ব্যবস্থা নেওয়া হবে’ উত্তরায় লেক থেকে দুই স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার রাশিয়ার সাথে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো : মস্কো খিলগাঁওয়ে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ১৪ দিন পর ডেঙ্গুতে শিশুসহ ৩ জনের মৃত্যু হাসপাতালের ভবনের ফাঁক দিয়ে পড়ে রোগীর মৃত্যু রোববার থেকে আপিল বিভাগের দুটি বেঞ্চে চলবে বিচারকাজ

আসাম জয়ের প্রত্যাশায় মমতা, বিজিপিকে এবার উচিত শিক্ষা দেবেন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯
  • ৭৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এবার রাজ্যের বাইরেও নির্বাচনী প্রচারে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুরুটা করলেন আসামের ধুবুড়ি থেকে। এবার আসামে বেশ কয়েকটি জায়গায় প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের প্রার্থী, কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এবং অন্যান্য নেতাদের নিয়ে  শুক্রবার সভা করেন মমতা ব্যানার্জি। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন মুখ্যমন্ত্রী। এনআরসি এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ড বিল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন তিনি। বলেন, বিজিপিকে এবার উচিত শিক্ষা দেন।

এদিন তিনি বলেন, ‘‌তৃণমূলকে দুর্বল ভাবার কোনও কারণ নেই। আগামি দিনে আমরা আসাম জয় করব। আসামে একসঙ্গে যেদিন ৪০ লক্ষ লোকের নাম বাদ গেল, তখন আমার বুকে একটা ধাক্কা লেগেছিল। তখন কিন্তু আপনারা যাঁদের ভোট দিয়ে জেতান, তাঁরা কেউ পাশে দাঁড়ায়নি। আমরা দাঁড়িয়েছিলাম। আমি দেখিনি আসামে আমার বিধায়ক, সাংসদ বা পঞ্চায়েতের কে আছে, আমি শুধু দেখেছি এখানে আমার মা–মাটি–মানুষ আছে। কিছুদিনের মধ্যেই প্রতিনিধি দল পাঠিয়েছি। কিন্তু এখানকার প্রশাসন তাঁদের উপর অত্যাচার করে। আমার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়, যাতে আমি আসামে ঢুকতে না পারি।’‌

এরপরই প্রধানমন্ত্রী এবং বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। কটাক্ষ করেন আসামের বিজেপি সরকারকেও। বলেন, ‘‌আপনাদের এক্সপায়েরি প্রাইমমিনিস্টার মোদিবাবু খালি এদিক–ওদিক ঘুরে বেড়ায় আর উল্টোপাল্টা বলে বেড়ায়। আর বিজেপি নির্বাচনের সময় হোক কিংবা সারা বছর হিন্দু–মুসলমান করে। পশ্চিমবঙ্গে বিজেপি দাবি করছে বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী চাই। আর এখানে এনআরসি–র নামে ভোটারদের নাম বাদ দিয়েছে। ওই তালিকায় হিন্দু–মুসলিম ভোটারদের নাম বাদ গিয়েছে। আসামে বাঙালি হিন্দু–বাঙালি মুসলিম আলাদা করা হয়েছে। আপনারা এই ভোট ভাগাভাগি করতে দেবেন না। সিটিজেন অ্যামেন্ডমেন্ড বিলের মাধ্যমে উদ্বাস্তুদের ভুল বোঝানো হচ্ছে। এটা আরেকটা চক্রান্ত।’‌

এরপর তিনি যোগ করেন, ‘‌তৃণমূল কংগ্রেসকে টাকা দিয়ে, ভয় দেখিয়ে, চমকে–ধমকে কেনা যায় না, জেলে ঢুকিয়েও কেনা যায় না। সারদা নিয়ে তো অনেক অভিযোগ আনছে বিজেপি। আসামের মন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন?‌ উনিও তো টাকা নিয়েছেন। সারদা কর্তা নিজে বলেছেন, তিনি আসামের মন্ত্রীকে টাকা দিয়েছেন। তৃণমূল সরকার বাংলায় ২ টাকা কিলো দরে চাল দেয়, বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেয়, আসাম সরকার কী করেছে?‌ শুধু মুখে বড় বড় কথা।’‌

এরপর প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, ‘‌পাঁচ বছর আগে মোদি বলেছিলেন আমি চাওয়ালা। আর এখন সেই চাওয়ালা চা বানাতেই ভুলে গেছেন। এখন বলছেন আমি চৌকাদার। আর চৌকিদারের নামে মিথ্যাচার করছেন।’‌

বাংলা৭১নিউজ/সূত্র:আজকাল অনলাইন

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com