শনিবার, ০৪ মে ২০২৪, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
টানা ৮ দফা কমার পর ফের বাড়লো সোনার দাম উপজেলা পরিষদ নির্বাচন সরকারের পাতানো ফাঁদ: আব্বাস আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিটের উৎপাদন বন্ধ এবি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা রূপালী ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত রোববার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে সমাবেশের ডাক ছাত্রলীগের ৮ মের উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে যে নির্দেশনা দিল ইসি ফের বাংলাদেশে আশ্রয় নিলো মিয়ানমারের ৪০ বিজিপি সদস্য ট্রেন সার্ভিসের মাধ্যমে রাজধানীর চাপ কমে আসবে: চিফ হুইপ মৌলভীবাজারে পুলিশের বাধায় ছাত্রদলের মিছিল পণ্ড প্রেমের ফাঁদে ফেলে ৩০ লাখ টাকা চাঁদা আদায়, গ্রেফতার ৭ পদ্মা-মেঘনায় মিলছে না ইলিশ, হতাশ জেলেরা ‘উপজেলা নির্বাচনে প্রভাব খাটালে ব্যবস্থা নেওয়া হবে’ উত্তরায় লেক থেকে দুই স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার রাশিয়ার সাথে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো : মস্কো খিলগাঁওয়ে রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ১৪ দিন পর ডেঙ্গুতে শিশুসহ ৩ জনের মৃত্যু হাসপাতালের ভবনের ফাঁক দিয়ে পড়ে রোগীর মৃত্যু রোববার থেকে আপিল বিভাগের দুটি বেঞ্চে চলবে বিচারকাজ

আসামে মুসলিম ‘অনুপ্রবেশকারীদের’ বাংলাদেশে পাঠানোর দাবি তোগাড়িয়ার

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮
  • ১৩৩ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক হিন্দু পরিষদের সভাপতি প্রবীণ তোগাড়িয়া।

বাংলা৭১নিউজ ডেস্ক: কথিত মুসলিম অনুপ্রবেশকারীদের আসামে থেকে বাংলাদেশে পাঠানোর দাবি জানালেন আন্তর্জাতিক হিন্দু পরিষদের সভাপতি প্রবীণ তোগাড়িয়া। গতকাল (বুধবার) গুয়াহাটিতে এক সংবাদ সম্মেলনে তিনি ওই দাবি জানান।

তোগাড়িয়া বলেন, ‘বিজেপি সরকার জাতি-মাটি-ভিটা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু রাজ্যের বিজেপি সরকার সেই প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। আসামকে বৃহত্তর বাংলাদেশের অংশ বানানোর পথ খুলে দেয়া হচ্ছে। কিন্তু আসামের মানুষ কোনোভাবেই বৃহত্তর বাংলাদেশে পরিণত হতে দেবেন না। আসামের মানুষ ও আমি যতক্ষণ আছি, ততক্ষণ অসমকে বৃহত্তর বাংলাদেশে পরিণত হতে দেবো না।’

তোগাড়িয়া বলেন, ‘নাগরিক পঞ্জি নবায়ন করে আসামে থাকা পঞ্চাশ লাখ বাংলাদেশিকে বহিষ্কার করতে হবে। চিহ্নিত হওয়া বাংলাদেশিকে কোনোভাবেই ওয়ার্ক পারমিট দেয়া চলবে না। বাংলাদেশিদের বহিষ্কারে বাংলাদেশ সরকার সহযোগিতা না করলে ভারতীয় সেনাকে বাংলাদেশের একটি অঞ্চল দখল করে নিতে হবে। বাংলাদেশের ভেতরের ওই অঞ্চলে কলোনি করে বাংলাদেশিদের পাঠিয়ে দিতে হবে।’

আহমদ আলী বড়ভুঁইয়া

আসামে বাংলাদেশিদের কথিত অনুপ্রবেশ নিয়ে তোগাড়িয়ার দাবি প্রসঙ্গে অসমের ‘এসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস’ (এপিসিআর)-এর রাজ্য কমিটির সদস্য আহমদ আলী বড়ভুঁইয়া আজ বৃহস্পতিবার রেডিও তেহরানকে বলেন, ‘মুসলিম অনুপ্রবেশ সম্পর্কে তোগাড়িয়ার মন্তব্য সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত,  ষড়যন্ত্রমূলক ও উসকানিমূলক। মুসলিমরা এখানে আসেনি। দেশভাগ হওয়ার সময় বরং প্রচুর সংখ্যক মুসলিম এখান থেকে চলে গেছে। বাংলাদেশ হওয়ার পরেও সেখান থেকে কোনো মুসলিম এখানে আসেনি। এর হাজারো উদাহরণ আছে।’

তিনি বলেন, ‘বিভিন্ন সভা সমিতিতেও আমরা বলেছি, আসামের বরাক উপত্যাকার করিমগঞ্জ শহরের প্রচুর এলাকা যেখানে মুসলিম এলাকা ছিল, সেখানে মসজিদ আছে কিন্তু আজ কোনো মুসলিম সেখানে নেই। এরা সবাই দেশভাগের সময় চলে গেছে। এরকমভাবে বরাক উপত্যকার প্রচুর মানুষ চলে গেছে কিন্তু এখানে আসেনি। সুতরাং ওনার ওই দাবি বা বক্তব্য সম্পূর্ণ মিথ্যা। বরং বিপরীত ঘটনায় এখানে প্রচুরসংখ্যক অমুসলিমরা এসেছেন। তারা ১৯৭১ সালের আগেও এসেছেন, ১৯৭১ সালের পরেও এসেছেন। সুতরাং ওনার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক।’

বাংলাদেশ থেকে আসামে যেসব অমুসলিম নাগরিক এসেছে কেন্দ্রীয় ও রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকার তাদেরকে নাগরিকত্ব দিতে নাগরিকত্ব সংশোধনী বিল পাস করানোর চেষ্টা করছে বলেও আহমদ আলী বড়ভুঁইয়া জানান।

বাংলা৭১নিউজ/সূত্র:পার্সটুডে/এস এস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com