বাংলা৭১নিউজ, নেত্রকোনা প্রতিনিধি: বরেণ্য কথা সাহিত্যিক, নন্দিত চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদ নির্মিত ‘শ্রাবন মেঘের দিন’ চলচ্চিত্রে শ্রেষ্ঠ সঙ্গীত ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্ত ‘মানুষ ধর মানুষ ভজ, শুন বলিরে পাগল মন’ এই গানের গীতিকার, সুরকার ও শিল্পী বাউল সাধক, মরমী কবি ও মালজোড়া বাউল গানের ¯্রষ্টা বাউল রশিদ উদ্দিনের ১২৯তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে বুধবার সন্ধ্যায় নেত্রকোনা পৌর এলাকার বাহিরচাপড়া গ্রামের নিজ বাড়ীতে আলোচনা সভা ও মালজোড়া বাউল গান আসর অনুষ্ঠিত হয়।
বাউল রশিদ উদ্দিনের পুত্র কালা মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাউল রশিদ উদ্দিনের জীবন ও কর্ম নিয়ে গবেষনাকারী রাজুর বাজার কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ গোলাম মোস্তফা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাউল তরী সাংস্কৃতিক সংগঠনের সভাপতি শেখ মফিদুল ইসলাম, শিকড় সাংস্কৃতিক সংগঠনের সভাপতি আ ফ ম রফিকুল ইসলাম খান আপেল, সাংবাদিক সঞ্জয় সরকার, শিল্পী মোজাম্মেল ফকির প্রমূখ। পরে দেশের বিভিন্ন স্থান থেকে আগত বাউল শিল্পীবৃন্দ রাতভর মনোজ্ঞ মালজোড়া বাউল গান পরিবেশন করে উপস্থিত দর্শক শ্রোতাদেরকে মুগ্ধ করে।
বাংলা৭১নিউজ/জেএস