রবিবার, ০৫ মে ২০২৪, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাকা সেনানিবাসে এএফআইপি ও সেনাপ্রাঙ্গণ ভবন উদ্বোধন ৯ মাসে শতাধিক অটোরিকশা ছিনতাই করে চক্রটি প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে : শিক্ষামন্ত্রী বহিরাগত কেউ ময়লার গাড়ি চালালেই কঠোর ব্যবস্থা: ডিএনসিসি ফালুর অবৈধ সম্পদের মামলায় রেকর্ডিং অফিসারের সাক্ষ্য ইউনিসেফ ইন্ডিয়ার জাতীয় অ্যাম্বাসেডর কারিনা উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগের কোনো সংঘাতে নেই: কাদের ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী, চলছে জিজ্ঞাসাবাদ তুরস্ক বাণিজ্য বন্ধ করায় ‘বড় বিপদে’ পড়তে যাচ্ছে ইসরায়েল উপজেলা নির্বাচন কুলাউড়ায় সংঘর্ষে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীসহ আহত ২০ বাবা ছিলেন বাসচালক মা দরজি, ছেলে লন্ডনের মেয়র ম্যাচিং না হলে প্রিজাইডিং অফিসারের আঙুলের ছাপে দেওয়া যাবে ভোট জম্মু-কাশ্মীরে বন্দুক হামলায় ভারতীয় বিমান সেনা নিহত, আহত ৫ তাপপ্রবাহ না বৃষ্টি, কেমন থাকবে আজকের আবহাওয়া সুন্দরবনে অল্প অল্প আগুন জ্বলছে, জোয়ারের অপেক্ষায় ফায়ার সার্ভিস ভেঙে গেল অনন্যা-আদিত্যর প্রেম! শাহজাহানপুরে স্বামীর সঙ্গে অভিমান করে নববধূর আত্মহত্যা খাগড়াছড়িতে বজ্রপাতে বসতঘরে আগুন লেগে মা-ছেলের মৃত্যু ঢাকায় আসছেন আইওএম মহাপরিচালক অ্যামি পোপ

আরও এক মাস সময় পেল বিএনপিসহ ৩৮ দল

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ১২ মে, ২০১৯
  • ৭০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যয়ের হিসাব জমা না দেয়ায় ৩৮টি রাজনৈতিক দলকে আরও এক মাস সময় দিয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার এ চিঠি দেয়া হয় বলে  নিশ্চিত করেছেন ইসির উপসচিব মো. আব্দুল হালিম খান।

বিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী ৯০ দিনের মধ্যে সব রাজনৈতিক দল ও প্রার্থীর নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে হয়। গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই হিসাবে ৯০ দিন পেরিয়ে গেলেও বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া নিবন্ধিত বাকি ৩৮টি রাজনৈতিক দল এখন পর্যন্ত নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেয়নি। এ রকম পরিপ্রেক্ষিতে এক মাস সময় বাড়ালো নির্বাচন কমিশন।

এ বিষয়ে আব্দুল হালিম খান বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যয় হিসাব জমা দেয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে অতিরিক্ত এক মাসের সময় দেয়া হয়েছে। ৯ জুনের মধ্যে তাদের নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে হবে। নির্বাচন কমিশন ইতোমধ্যে বিষয়টির অনুমোদন দিয়েছে।

গত ৫ মে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেছিলেন, ‘যারা প্রার্থী তারা ব্যয়ের হিসাব দেবে রিটার্নিং কর্মকর্তার কাছে। আর দলগতভাবে দেবে নির্বাচন কমিশনের কাছে। ইতোমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া আর কোনো রাজনৈতিক দল আমাদের কাছে ব্যয়ের হিসাব আমাদের কাছে দেয়নি। কমিশনের ক্ষমতা আছে, কিছুদিন তাদের সময় বাড়ানোর। তারপরও যদি না দেয়, তাদের আমরা কারণ দর্শানোর নোটিশ দেব। অন্যান্য আইনানুগ ব্যবস্থা যা আছে, আমরা নেব।’

কী ধরনের ব্যবস্থা নেয়া হতে পারে- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা কারণ দর্শানোর নোটিশ দেব। এরপরও যদি তারা জমা না দেয়, মামলা দায়েরের ব্যবস্থা করব। তবে আমার জানা মতে, রিটার্নিং কর্মকর্তার কাছে ইতোমধ্যে সব প্রার্থীরাই তাদের ব্যয়ের হিসাব জমা দিয়েছে।’

দলের বিষয়ে তিনি বলেন, ‘কোনো রাজনৈতিক দল যদি ব্যয়ের হিসাব না দেয়, কমিশন মনে করলে নিবন্ধন বাতিল করে দিতে পারে।

বাংলা৭১নিউজ/এলএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com