বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
৫ বিভাগে বৃষ্টি হতে পারে শুক্রবার স্কুল খোলা না বন্ধ, জানাল শিক্ষা মন্ত্রণালয় ফিলিস্তিনকে তাদের জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে: খামেনি দক্ষিণপূর্ব এশিয়ার স্বাস্থ্য খাতে সমন্বিত নেতৃত্বের আহ্বান সায়মা ওয়াজেদ পুতুলের রাজবাড়ীতে লাইনচ্যুত ট্রেন উদ্ধার, ৩ ঘণ্টা পর যোগাযোগ স্বাভাবিক ঢাকায় পরিবহনে চাঁদাবাজি, মূলহোতাসহ গ্রেফতার ১১ জাতির পিতার সমাধিতে আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতিদের শ্রদ্ধা প্রতীক নিয়ে আজ থেকেই ১৮ দিনের প্রচারণায় নামবেন প্রার্থীরা ওমরা পালনে সস্ত্রীক সৌদি যাচ্ছেন মির্জা ফখরুল গ্রামীণ টেলিকম দুর্নীতি: ইউনূসের জামিন, চার্জ শুনানি ২ জুন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা কলম্বিয়ার রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা তীব্র তাপদাহ থেকে সুরক্ষায় রিকশাচালকদের মাঝে ছাতা বিতরণ পেকুয়ায় বজ্রপাতে ২ লবণ চাষীর মৃত্যু প্রেমের অপেক্ষায় মনীষা, খুঁজছেন জীবনসঙ্গী ফিলিস্তিনসহ সব যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছি: প্রধানমন্ত্রী ‘সকল মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ’ থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে: শেখ হাসিনা কসবায় ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু

আমরা চাপ দিলে নড়তে পারবেন না : বুয়েট প্রশাসনকে শয়ন

ঢাবি প্রতিনিধি:
  • আপলোড সময় রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১০ বার পড়া হয়েছে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসাংবিধানিক, মৌলিক অধিকার পরিপন্থি ও শিক্ষা বিরোধী সিদ্ধান্ত আখ্যা দিয়ে প্রতিবাদ সমাবেশ করছে বাংলাদেশ ছাত্রলীগ। একইসঙ্গে বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতির দাবিও জানিয়েছে ছাত্র সংগঠনটি।

ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন বলেছেন, হিজবুত তাহরির বুয়েট শিক্ষার্থীদের মেইলে তাদের কার্যক্রমে অংশ নিতে বলে। বুয়েটে তারা চিকা মারে, কিউআর কোড ছাপায়, যেখানে স্ক্যান করলে তাদের সংগঠনের তথ্য জানা যায়। কিন্তু প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো কথা বলে না। এদিকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির নেতাকর্মীরা প্রোগ্রামে অংশ নেওয়ায় কোনো তদন্ত ছাড়াই সিট বাতিল করে।

আমরা প্রশাসনের কাছে জানতে চাই, আপনাদের কী চাপ দেওয়া হয়েছে এই সিদ্ধান্ত নেওয়ায়? ছাত্রলীগের নেতাকর্মীরা যদি আপনাদের চাপ দেয় আপনারা পালানোর জায়গা পাবেন না, আপনারা নড়তে পারবেন না।

রোববার (৩১ মার্চ) বেলা ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির দাবিতে এবং বুয়েট গৃহীত অসাংবিধানিক, মৌলিক অধিকার পরিপন্থি শিক্ষা বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।

শয়ন বলেন, আপনাদের ক্যাম্পাস কী বাংলাদেশের বাইরে? তাহলে কেন সেখানে শোকসভা করা যাবে না? কেন স্বাধীনতা দিবসের কোনো অনুষ্ঠানে কেউ অংশ নিতে পারবে না? অথচ দেশবিরোধী অপশক্তি আপনার ক্যাম্পাসে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, বাংলাদেশের বুকে মৌলবাদের কোনো ঠাঁই হবে না। আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা বেঁচে থাকতে দেশের কোথাও দেশবিরোধী অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আমাদের দেখা হবে রাজপথে, সংগ্রামে। যুগে যুগে আমরা লড়াই সংগ্রামে জয়লাভ করেছি, আজকের লড়াইয়েও আমাদের জয়ী হতে হবে।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য প্রদান করেন- ছাত্রলীগের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাবিনা, কেন্দ্রীয় সহ সভাপতি বুয়েটের শিক্ষার্থী আবু সাঈদ, ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক সজল কুন্ডু, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি, ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম, ঢাকা মহানগর উত্তর সভাপতি রিয়াজ মাহমুদ, ঢাবি সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ অনেকে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com