বাংলা৭১নিউজ,ডেস্ক: লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’। ভিটামিন ‘সি’ দাঁত ও চুল ভালো রাখে। এ ছাড়া গরম পানিতে লেবু খেলে ওজনও কমে।
তবে অতিরিক্ত খাওয়া মোটেও উচিত নয়। কারণ কিছু দিন যেতেই পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। গরম পানিতে লেবু খেলে গ্যাস, অ্যাসিডিটি, ক্ষুধামন্দা, বমিসহ অন্যান্য সমস্যা দেখা দেয়।
আসুন জেনে নিই গরম পানিতে লেবু খেলে যেসব ক্ষতি হয়-
১. অতিরিক্ত লেবু পানি খেলে অ্যাসিডিটি থেকে বমি হওয়া, পেট ফেঁপে যাওয়া, শরীর শুকনো হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।
৩. লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে। অতিরিক্ত লেবু খেলে সাইট্রিক অ্যাসিড থেকে দাঁতের ক্ষয় হতে পারে। সম্প্রতি ব্রাজিলের ন্যাশনাল ইনস্টিটিউট অব ডেন্টাল অ্যান্ড ক্রানিওফেসিয়াল রিসার্চের গবেষণায় বলা হয়, সফট ড্রিংক খেলে দাঁতের যেসব ক্ষতি হয়, গরম পানিতে লেবু খেলেও একই ধরনের ক্ষতি হয়
৪. খালি পেটে লেবু পানি ভুলেও খাবে না। এতে শরীরের জন্য প্রয়োজনীয় উৎসেচক পেপসিন ভেঙে যায়। পেপসিন আমাদের হজমে সাহায্য করে। লেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড পেপসিনকে ভেঙে ক্ষতিকর এনজাইম তৈরি করে। ফলে খাবার ঠিকমতো হজম হয় না।
৫. অতিরিক্ত ভিটামিন ‘সি’ রক্তে আয়রনের মাত্রা বাড়িয়ে দেয়। ফলে অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি হয়।
৬. মাইগ্রেনের সমস্যায় লেবু জাতীয় ফল না খাওয়া ভালো।
সূত্র: এই সময়
বাংলা৭১নিউজ/সি এইস