শনিবার, ০৪ মে ২০২৪, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ট্যানারি শ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা করার প্রস্তাব পেঁয়াজ রপ্তানি থেকে নিষেধাজ্ঞা তুলল ভারত তীব্র দাবদাহ বিপুল নকল ওরস্যালাইন জব্দ, গ্রেফতার ৩ জন ‘মুসলিমদের একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে ভূমিকা রাখবে’ বনানীতে ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক আজই শিরোপা উৎসবে মেতে উঠতে পারে রিয়াল মাদারীপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত ষড়যন্ত্র নয়, সবাই আন্দোলনের জন্য একাত্ম হচ্ছে : মঈন বাইডেনের মন্তব্য দুর্ভাগ্যজনক: জাপান শিক্ষকের মর্যাদা-বেতন বাড়ানো নিয়ে কাজ চলছে: শিক্ষামন্ত্রী ব্রাজিলে বন্যায় নিহত ৩৯, নিখোঁজ ৭০ বাংলাদেশের সাথে গাম্বিয়ার বাণিজ্য ও কৃষি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ তীব্র দাবদাহে মরছে মাছ, দিশেহারা চাষিরা ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে ১৫ জনের মৃত্যু ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ, ‌আহত ৩৫ ১০ টাকা দিয়ে টিকিট কেটে চোখ দেখালেন প্রধানমন্ত্রী বাবার মতো রাজনীতিতে নামছেন সোনাক্ষী? কোথায় বৃষ্টি কোথায় তাপপ্রবাহ, জানালো আবহাওয়া অধিদপ্তর হাওরে ধান কাটা উৎসবে মাতোয়ারা কৃষক ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প

অন্তর্বর্তীকালীন সরকারে বিএনপির থাকার সুযোগ নেই: কাদের

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ২৬ আগস্ট, ২০১৮
  • ১৮৬ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি

বাংলা৭১নিউজ,মানিকগঞ্জ প্রতিনিধি: অন্তর্বর্তীকালীন সরকার গঠনে বিএনপির থাকার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জাতীয় সংসদে প্রতিনিধিত্ব না থাকায় বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারে থাকতে পারবে না।

আজ রোববার ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকার সাভারের হেমায়েতপুরে ইন্টারসেকশন আলোকিতকরণ উদ্বোধনকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সংসদের প্রতিনিধিত্ব ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারে থাকার কোনো সুযোগ নেই। বিএনপির সংসদে প্রতিনিধিত্ব নেই। এ কারণে কোনোভাবেই বিএনপির অন্তর্বর্তীকালীন সরকারে থাকার সুযোগ নেই। তিনি বলেন, ‘বিগত নির্বাচনে সংসদে বিএনপির প্রতিনিধিত্ব ছিল। এ কারণে গত নির্বাচনে আমরা তাঁদের অন্তর্বর্তীকালীন সরকারে আমন্ত্রণ করেছি। এমনকি গত নির্বাচনে বিএনপিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফার করেছি। কিন্তু তারা ঘৃণাভরে তা প্রত্যাখ্যান করেছে। এখন তাদের আমন্ত্রণ জানানোর কোনো সুযোগ নেই।’

ওবায়দুল কাদের বলেন, অন্তর্বর্তীকালীন এই সরকারই থাকবে। তবে সরকারের আকার ছোট হবে। অন্তর্বর্তীকালীন সরকারে জাতীয় পার্টি থাকলেও স্বতন্ত্র প্রার্থী থাকছেন না। মন্ত্রিসভার আয়তন কমে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারে বাড়তি সদস্য হিসেবে স্বতন্ত্রী প্রার্থীদের থাকারও সুযোগ নেই।

সড়ক দুর্ঘটনার বিষয়ে সেতুমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনায় শুধু গাড়ির প্রতিযোগিতাই দায়ী নয়, ছোট ছোট যানবাহনের কারণেও দুর্ঘটনা হয়। সম্প্রতি মহাসড়কে মোটরসাইকেলসহ ছোট ছোট যানবাহনের উপদ্রব বেড়ে গেছে। এই উপদ্রব থামাতে হবে। সড়কে শৃঙ্খলা আনতে এবং মানুষের মৃত্যুর মিছিল বন্ধ করতে হবে। সম্প্রতি সড়ক দুর্ঘটনার বিষয়ে তদন্ত কমিটি করা হয়েছে। এ কমিটিতে সড়ক বিশেষজ্ঞসহ সাংবাদিকেরাও রয়েছেন। এই তদন্ত কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় স্থানীয় সাংসদ এনামুর রহমান, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম ওরফে রাজীবসহ পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com