বাংলা৭১নিউজ, হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলির ঘাসুড়িয়া সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৫ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার সকালে হিলির ঘাসুড়িয়া সীমান্তের ২৮৮ মেইন পিলারের পাশ দিয়ে তারা বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি সদস্য তাদের আটক করে।
২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেলঃ রাশেদ মোহাম্মদ অনিছুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিজিবি ঘাসুড়িয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার রজনি কান্ত জানান, সীমান্ত অতিক্রম করে দেশে অনুপ্রবেশ করলে তাদের আটক করা হয়। এসময় জিঙ্গাসাবাদ করা হলে তারা জানান, তাদের বাড়ি মায়ানমারের আইক্যাপ জেলার মুন্ডু থানায়।
মায়ানমারে নির্যাতনের শিকার হয়ে তারা ভারতে পালিয়ে যায়। বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে তাদের আতিœয়স্বজনের কাছে আসার জন্য সীমান্ত অতিক্রম করে। আটককৃতরা হলেন, মিয়ানমারের আইকাফ জেলার মন্ডু উপজেলার খানজিয়া পাড়া আব্দুল হক (৩৫) একই উপজেলার শিরদারপাড়া গ্রামের মোহাম্মদ হোসেনের স্ত্রী মোছা.নুরফাতেমা (২৫) তার ফাহাত হোসেন (৫), কাবারি পাড়া গ্রামের জুয়েল হোসেনের স্ত্রী নুর ফাতেমা (২৬) এবং ১ তার বছরের শিশুকন্যা মাইমুনা বেগম।
বাংলা৭১নিউজ/জেএস