বাংলা৭১নিউজ,হিলি প্রতিনিধি: হিলিতে মিঠুন নামের এক যুবককে গলাকেটে হত্যার ঘটনায় মূল আসামী কোরবান আলীকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে কোরবান আলীকে তার নানার বাড়ি থেকে আটক করা হয়। তবে এ হত্যাকান্ডের সাথে আরো কেউ জড়িত কিনা তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।
হাকিমপুর থানা অফিসার ইন চাজ আব্দুস সবুর জানায়, জুয়া খেলাকে কেন্দ্র করে এবং পুর্ব শত্রুতার জের ধরে রোববার রাত ৮ টার দিকে ফকিরপাড়া এলাকার মৃত শাহাদত আলীর ছেলে মিঠুনকে (২৭) চন্ডিপুর গ্রামের মাঠে চাপাতি দিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে যায় কোরবান আলী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মিঠুনের গলাকাটা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
আটক কোরবান আলী হাকিমপুর উপজেলার ধরন্দা গ্রারে শহিদুল ইসলামের ছেলে। এঘটনায় মিঠুনের স্ত্রী শারমিন বেগম বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
বাংলা৭১নিউজ/জেএস